/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/vk.jpg)
বিরাট-অনুস্কা
বলিউডের তারকা দম্পতি শীঘ্রই খুশির খবর দিতে চলেছেন? তাঁদের জবানে যদিও এখনও এমন কিছুই জানা যায়নি। তবে, কানাঘুষো খবর অনুষ্কা শর্মা নাকি অন্তঃসত্বা! বিরাট এবং তাঁর স্ত্রী দুজনেই সুখবর শোনানোর জন্য সময় চেয়ে নিয়েছেন।
অভিনেত্রী অনুষ্কা শর্মা নাকি তিন মায়ের বেশি অন্তঃসত্বা। গুজবে, শোনা যাচ্ছিল অন্তঃসত্বা ক্যাটরিনা, সেকারণেই নিজেকে সরিয়ে রেখেছেন। কিন্তু, বিরাটের ঘনিষ্ঠ সূত্র বলছে.. অনুষ্কা এবং বিরাট প্রস্তুত ছোট্ট সদস্যকে স্বাগত জানাতে। মেয়ে ভামিকা এখন বছর দুয়ের। তাঁকে লোকচক্ষুর আড়ালে রাখতেই ভালবাসেন তারকা দম্পতি। এদিকে, চাকদা এক্সপ্রেসের শুটিংয়ের পর থেকেই অনুষ্কা বেশ আলগা আলগা। তিনি অনেক অনুষ্ঠান স্কিপ করছেন।
ঘটনা সত্যিই?
জাতীয় সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, মুম্বইয়ে একটি ক্লিনিকের বাইরে দেখা যায় তারকা দম্পতিকে। বিরাট সেইসময় ছবি তুলতে না করেন পাপারাজ্জিদের। এমনকি এও জানান, আগামী দিনে নাকি তিনি ঘোষণা করবে আনুষ্ঠানিকভাবে। তবে একটু শেষের দিকেই।
দুই ইন্ডাস্ট্রির বুকেই দ্বিতীয় সন্তান আসার সুখবর জানিয়েছেন অনেকেই। এদিকে বিরাট এবং অনুষ্কা কবে আসল খবর জানান সেটাই দেখার। অভিনেত্রী, গণেশ পুজোতেও নিজের বাড়িতেই ছিলেন। কোনও আমন্ত্রণে হাজির হতে তাঁকে দেখা যায়নি। এমনকি শাড়ি, সালোয়ার ছাড়া এখন তিনি পাবলিকের সামনে আসছেন না পর্যন্ত।
কলকাতায় শুটিং করাকালীন মেয়ে ভামিকাকে সঙ্গে নিয়ে এসেছিলেন তিনি। ঝুলন গোস্বামীর বায়পিকে অভিনয় করেছেন তিনি। এদিকে, বিরাটের সামনে বিশ্বকাপ জয়ের লক্ষ্য। শোনা যাচ্ছে, বিরাটের সঙ্গে ক্রিকেট সফরেও সঙ্গী হচ্ছেন না অনুস্কা।