ইতালীতে দু জায়গার নিয়ম মেনে বিয়ে, তারপর ব্যাঙ্গালুরুতে গুরুজন, পরিবারের লোকজদের নিয়ে অনুষ্ঠান- যেন হাঁপিয়ে উঠেছিলেন এই নবদম্পতি। মুম্বইয়ে ফিরেই তাই ‘ব্যাক অন ট্র্যাক’ রনবীর সিং। গোল্ডেন, লাল- পোশাকে ছেড়েই নিজস্ব স্টাইল স্টেটমেন্টে ফিরেছেন পদ্মাবত অভিনেতা। শনিবার মুম্বইয়ে রনবীরের বোন রিতিকা ভবনানি নতুন দম্পতির জন্য পার্টি দেয়। সেখানেই দেখা গেল জীবনের নতুন অধ্যায় চুটিয়ে উপভোগ করছেন রনবীর। ঘনিষ্ঠ বন্ধুরাই আমন্ত্রিত ছিলেন সেই পার্টিতে। তবে পার্টিতে মনীশ মালহোত্রার ডিজাইন করা পোশাকে দেখা গেল তাঁকে, কিন্তু ঝলক মিলল না দীপিকার।
ইতালীর লেক কোমোতে ১৪ তারিখের সমস্ত নিয়ম মানার পর ১৫ নভেম্বর উত্তর ভারতীয় রীতিতে বিয়ে করেছেন দীপবীর। কোঙ্কানি বিয়ের রীতি মেনে সাদা কাজ ও সোনার গয়নায় সেজেছিল দম্পতি। বলিউডে পার্টি দেবেন ১ ডিসেম্বর। তার আগে নিজেদের মতো সময় কাটাচ্ছেন দীপ-বীর।
শুধু মাত্র বিয়ের অনুষ্ঠান বা রিশেপসন পার্টি নয়, দীপ-বীরের বিয়ের উপহারও চর্চার বিষয় টিনসেল টাউনে। নিজেদের হাতে লেখা চিঠি সোনালী ফ্রেমে বাধিয়ে পাঠিয়েছিলেন এই নবদম্পতি।