শাশুড়ি বানালেন এলোঝেলো, অপরাজিতার মা লক্ষ্মী এবার কার পোশাকে সাজলেন?

কী কী দেওয়া হল এবার ভোগে?

কী কী দেওয়া হল এবার ভোগে?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
aparajit addy, aprajita home pujo, aparajita auddy lakshmi pujo, lakshmi puja 2023,অপরাজিতা আধ্য, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

অপরাজিতার লক্ষ্মী-পুজো

জমে উঠেছে তারকাদের পুজো। টলিপাড়ায় বললেও শুধু ভুল হয় অপরাজিতা আধ্যর বাড়ির লক্ষ্মীপুজো কিন্তু দারুণ জনপ্রিয়। বিশেষ করে, তাঁর সাজ। যেভাবে তিনি এবং মা লক্ষ্মী এদিন সেজে ওঠেন তারিফ করা উচিত।

Advertisment

আজও, সাদা লাল একটি বেনারসিতে সেজেছেন তিনি। সঙ্গে গয়না। নাকের নথ প্রতিবারের মতোই রয়েছে। পুজোর দিন তাঁর বাড়িতে চূড়ান্ত ব্যস্ততা। যেমন নিমন্ত্রণ থাকে সকলের তেমনই ঠাকুরের ভোগে থাকে প্রতিবারের মতোই এলোঝেলো। অপরাজিতা নিজেও হাত লাগান কাজে। লক্ষ্মীপুজোর দিন, বিশেষ প্রসাদ হিসেবে দেওয়া হয় এলোঝেলো। সেটা তাঁর শাশুড়ি মা নিজে হাতে বানান।

অপরাজিতার বাড়ির পুজো মানেই একদম বাড়ির মেয়ের আরাধনা। এবারের ভোগে দেওয়া হয়েছে লুচি, পায়েস, পাঁচ রকম ভাজা ইত্যাদি। আর নিমন্ত্রিতদের জন্য রাখা হয়েছে খিচুড়ি, লাবড়া, সঙ্গে ভেজ পকোড়া এবং মিষ্টি। তবে, এবার তাঁর মা লক্ষ্মীর সাজে কিন্তু একটু পরিবর্তন রয়েছে। অভিনেত্রীর মায়ের সাজ এবার পাঠিয়েছেন তাঁর এক ভালোবাসার মানুষ।

Advertisment

আরও পড়ুন - ‘ইচ্ছে থাকলেই উপায় হয়…’, মুম্বাইয়ে লক্ষ্মীপুজোর আয়োজন করে দেখিয়ে দিলেন শ্রীলেখা

তিনি ঘরে ঘরে জি বাংলার জন্য এদিক ওদিক যাওয়া আসা করেন। তেমনই একটি বাড়িতে তিনি যান। সেই প্রতিযোগী নিজেও গোপালের পুজো করেন। তাঁকে সন্তানের মত ভালবাসেন। সেই কারণেই অপরাজিতার লক্ষ্মী ঠাকুরের উদ্দেশ্যে তিনি নিজে হাতে কাপড় বানিয়ে পাঠিয়েছিলেন। গতকাল রাতে তাকে ছবি পাঠানোর সঙ্গে সঙ্গেই সেই অনুরাগী বলেন, গোপাল নারায়ণের আরেক রূপ। ধরে নাও তিনিই তার বউয়ের জন্য পোশাক পাঠিয়েছে। ওদের স্বামী-স্ত্রীর ব্যাপার। অভিনেত্রী সংবাদমাধ্যমে বলেন, আমার মা এবার পোশাক পড়তে একদম দেরি করেনি। ঝটপট সেজে ফেলেছে। একদম  দেরি করে নি।

প্রসঙ্গত, প্রতিবছর তাঁর বাড়ির লক্ষ্মীপুজো নিয়ে ব্যস্ত থাকেন সকলে। এদিন, তাঁর বাড়িতে না গেলে অনেকেরই পুজো সম্পূর্ন হয় না। তিনি যেমন নিজের ঘর সামলাচ্ছেন নিপুণ হাতে। তেমনই তিনি, কাজ করে চলেছেন বাড়ির বাইরেও। একটি ধারাবাহিকে লিড তিনি। ওয়েব সিরিজ বা ছবি, অপরাজিতা সত্যিই সাক্ষাৎ লক্ষ্মী।

tollywood Entertainment News