Advertisment

Aparajita Adhya: নাচের স্কুলের পুজোয় অপরাজিতা, কী কী আয়োজন করলেন অভিনেত্রী?

Aparajita Adhya - Saraswati Puja: গতকাল সমাজ মাধ্যমে একটি ভিডিও আপলোড করেছেন তিনি। যেখানে দেখা গেল, নিজে হাতেই পুজোর আয়োজন করছেন তিনি। তাঁর নাচের স্কুলে ঠাকুর পর্যন্ত এসে গিয়েছে।

author-image
Anurupa Chakraborty
New Update
aparajita-saraswati puja

aparajita-saraswati puja: নাচের স্কুলের পুজোয় অপরাজিতা Photograph: (Instagram)

 এবছর নিজের নাচের স্কুলে বেশ আড়ম্বরে মা সরস্বতীর আরাধনা করতে দেখা গেল অপরাজিতা আঢ্যকে। অভিনেত্রী, নিজের মতো করে পুজোর আয়োজন করলে। যেহেতু এবছর পুজো পড়েছে দুই দিন, তাই কেউ কেউ আজ পুজো করছেন, আবার কেউ কেউ আগামীকাল। অপরাজিতার নাচের স্কুলে আজই পুজো।

Advertisment

গতকাল সমাজ মাধ্যমে একটি ভিডিও আপলোড করেছেন তিনি। যেখানে দেখা গেল, নিজে হাতেই পুজোর আয়োজন করছেন তিনি। তাঁর নাচের স্কুলে ঠাকুর পর্যন্ত এসে গিয়েছে। মায়ের পরনে নীল রঙের বেনারসি শাড়ি। গতকাল মায়ের সাজ শৃঙ্গার পর্যন্ত তিনি নিজেই করেছেন। মাকে সাজিয়ে তুলেছেন নিজের মত করে। আজকে বেলা সাড়ে ১২টা নাগাদ তাঁর নাচের স্কুলে পুজো।

অভিনেত্রীকে দেখা গেল নিজে হাতে আলপনা দিতে। দরজায়  আলপনা দেওয়ার সঙ্গে সঙ্গে নিজেকে ব্যস্ত করে তুললেন কাজে। এবং সেই ভিডিও শেয়ার করেই তিনি লিখলেন, আমরা আর্ট অ্যান্ড রিদিমের শিল্পীরা আজকের বিশেষ দিনের জন্য প্রস্তুত। তাঁর সঙ্গে সঙ্গে মা কে জড়িয়ে ধরে একটি ছবিও তুললেন তিনি। এমনিও অপরাজিতা ঈশ্বরে বিশ্বাসী। নিজের বাড়িতে যেমন নিষ্ঠাভরে লক্ষী পুজো করেন, ঠিক তেমনই তাঁকে দেখা গেল এবার সরস্বতী পুজোয় সেভাবেই আয়োজন করতে।

Advertisment

উল্লেখ্য, যদিও বা এবছর অপরাজিতা সেভাবে আড়ম্বরে লক্ষী পুজো করেননি। তখনোও আরজি কর আন্দোলনে গোটা বাংলা উত্তাল। যে রাজ্যে মেয়েদের সুরক্ষা এবং নিরাপত্তা নেই, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি লক্ষী পুজো ঘটা করে করতে চাননি। কিন্তু বর্তমান পরিস্থিতি এখন অনেকটাই অন্যরকম। বাঙালি উৎসবে ফিরেছেন। তাই তো বাগদেবীর আরাধনায় খামতি থাকছে না কিছুতেই।

প্রসঙ্গে, কিছুদিন আগেও ৫ নং স্বপ্নময় লেনে তাঁকে দেখা গিয়েছে। শুধু তাই নয়, সেখানে যে অসাধারণ অভিনয় তিনি করেছেন সেটি প্রশংসনীয়। আসন্ন সময় নতুন কোন চরিত্রে তাঁকে দেখা যাবে সেটা সময় বলবে।

aparajita adhya Saraswati Puja
Advertisment