Advertisment
Presenting Partner
Desktop GIF

Aparajita Adhya: 'গণতন্ত্রের গণেশ উল্টে গেছে খুন, কারচুপি, ধর্ষণের আড়ালে', গা ঘিনঘিন করছে অপরাজিতার

Aparajita Adhya - Ganesh Utsav: অপরাজিতা দুঃখের সঙ্গে লিখছেন... "আজ যে সময়ে দাঁড়িয়ে গণেশ চতুর্থী এসে দরজায় কড়া নাড়ল, তখন ব্যবসা শব্দটা শুনলেই গা টা ঘিনঘিনিয়ে উঠছে!..."

author-image
IE Bangla Entertainment Desk
New Update
aparajita ganesh


রাত পোহালেই গণেশ পুজো। কিন্তু, যে ভয়ঙ্কর পরিস্থিতি চারপাশে তাতে গা শিউরে উঠেছে আপামর বাঙালির তথা দেশবাসীর। আর কবে? নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে চারপাশে। তাই এবার যেন নিজে হাতে বাপ্পার মূর্তি বানিয়েও মন ভাল নেই। 

Advertisment

অপরাজিতা বাপ্পার মূর্তি বানানোর পাশাপাশি হিন্দু পুরাণে এর গুরুত্ব কতখানি সেই নিয়েই লিখলেন। তিনি বলছেন, "বঙ্গ জীবনের সঙ্গে অংগাঙ্গী ভাবে জড়িয়ে আছেন যে গণপতি, তার সঙ্গে চতুর্থীর চেয়ে হালখাতাকে মিলিয়ে ফেলতেই বেশি সচ্ছন্দ্য বোধহয় অধিকাংশ বাঙালী। হিন্দু পুরাণের সিদ্ধিদাতা যে ঠিক কোন লোকগাথার পাল্লায় পরে বাঙালীর একান্ত আপন স্থূলকায় ব্যবসায়িক প্রতীক হয়ে গেলেন, তার ইতিহাস সাংস্কৃতিক ভাবে দীর্ঘ ও জটিল!" 

কিন্তু, শেষ কিছুদিন ধরে বাঙালির মনে অসুখ। কারণ, আজ এই রাজ্যে তিলোত্তমার বিচার হয় না। বরং এই রাজ্যে মেয়েদের সঙ্গে ঘৃণ্য আচরণ কমার নয়। অপা আরও লিখছেন,  আজ যে সময়ে দাঁড়িয়ে গণেশ চতুর্থী এসে দরজায় কড়া নাড়ল, তখন ব্যবসা শব্দটা শুনলেই গা টা ঘিনঘিনিয়ে উঠছে! শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, সবকিছু নিয়ে যে ব্যবসার আসর সারা বাংলার ভাগ্যাকাশে, বারংবার মনে হচ্ছে আজ সিদ্ধিদাতাকেই প্রয়োজন! সিদ্ধি অর্থে প্রজ্ঞা, নৈতিক আদর্শ, চেতনার উন্মেষ, সিদ্ধি অর্থে কোথাও গিয়ে আজকের সময়ে সমষ্টিগত নবজাগরণ এবং আত্মবিশ্লেষণ- ও বৈকি! আমার কাছে এগুলোই তো প্রকৃত সম্পদ! অন্তত তেমনটাই হওয়া উচিত! 

দেখুন অপরাজিতার পোস্ট...  

বঙ্গ জীবনের সঙ্গে অংগাঙ্গী ভাবে জড়িয়ে আছেন যে গণপতি, তার সঙ্গে চতুর্থীর চেয়ে হালখাতাকে মিলিয়ে ফেলতেই বেশি সচ্ছন্দ্য...

Posted by Aparajita Adhya on Friday, September 6, 2024

অভিনেত্রী সবকিছুর আড়ালে যে নাটুকে ব্যবসার সুত্র খুঁজে পেয়েছেন, সেটি প্রসঙ্গেই বলছেন, "কিন্তু কোথায়, কোথায় এমন সিদ্ধির প্রতিফলন! ক্ষমতাশীল চেয়ারের নিচে অরাজকতার মূষিক (ইঁদুর) কুট কুট করে কেটে ছিন্নভিন্ন করছে সমাজ… সিদ্ধিদাতা কোথায়?! মস্তিকের অন্ধকারে মানবিকতার লেশমাত্র দেখিনা রাষ্ট্র নামক যন্ত্রের সামনে। এই কী সংস্কৃতি? বঙ্গীয় বৈভব? বিশ্ববাংলার আস্ফালন?! গণতন্ত্রের গণেশ উল্টে গেছে খুন, কারচুপি, ধর্ষণের আড়ালে সে তো কবেই! তবে আর কিসের প্রজ্ঞা? কি বা সিদ্ধিদাতার উদযাপন? শুধু ব্যবসা?! তার বাইরে বাকি গুলো নাহলেও চলবে? সুখ করণীয়, দুখ হরণীয় গণপতি তুমি কী দেখছ না, তোমার কোটি কোটি সন্তান আজ রাজপথে, শুধু একটু নৈতিকতার আশায়?!" 

তিনি বারবার রাস্তায় নেমেছেন। প্রতিবাদ করেছেন। মহা মিছিলের দিন তাঁকে দেখা গিয়েছিল। আর আজ গণেশ পুজোর আগে বেশ কিছু প্রশ্ন তুলেছেন তিনি। 

tollywood aparajita adhya Tollywood Actress Ganesh Chaturthi 2024
Advertisment