Advertisment

Aparajita Adhya: 'আরও বড় অন্যায় এটা...', অপরাজিতার নামে অপপ্রচার! গর্জে উঠলেন অভিনেত্রী...

বিষয়টিকে নিয়েই যেন আরও জলঘোলা হচ্ছে। কোনও কোনও সংবাদমাধ্যমে এমনও খবর রটেছে অপা নাকি কেঁদে কেটে শুটিং ফ্লোর ছেড়ে বেরিয়ে গিয়েছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
aparajita adhya shared a cryptic post

aparajita adhya- কী বলা হল অভিনেত্রীর নামে?

এত বড় মিথ্যে! অপরাজিতা আধ্যর সঙ্গে ঘটে গেল এমন এক ঘটনা যাতে তিনি ভাষা হারিয়েছেন। শেষ কিছুদিন, অপা শিরোনামে রয়েছেন। কারণ, তাঁর লিড সিরিয়াল জল থৈ থৈ ভালবাসা শেষ হতে চলেছে কোনও কারণ ছাড়াই। আর TRP এর দিক দিয়ে এই সিরিয়াল বেশ ওপরের দিকেই রয়েছে।

Advertisment

কিন্তু এই বিষয়টিকে নিয়েই যেন আরও জলঘোলা হচ্ছে। কোনও কোনও সংবাদমাধ্যমে এমনও খবর রটেছে অপা নাকি কেঁদে কেটে শুটিং ফ্লোর ছেড়ে বেরিয়ে গিয়েছেন। আর এই বিষয়টিকেই চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন অপা। তিনি বলেন...

"জল থৈ থই ভালোবাসা বিষয়ক যা কিছু বক্তব্য আমার ছিল, সেটা আমি আগেই ব্যক্ত করেছি, তবে এই তথাকথিত খবরের সমাজ মাধ্যম চ্যানেলটি তাদের পোস্ট-এ আমার কথা ও আচরণ বিষয়ে যা যা লিখেছেন, তার পুরোটাই মিথ্যা।। প্রথমত চ্যানেল আমার সঙ্গে অন্যায় করেছে, এত বড় মিথ্যা আমার মুখে বসানো অপরাধ। আর আমি কষ্টে সেট ছেড়ে চলে যাচ্ছি, এই ধরণের শিশুসুলভ আচরণ আমার মতো পেশাদার অভিনেতার বিষয়ে করা আরও বড় অন্যায়। এই গজিয়ে ওঠা সংবাদ মাধ্যম কারা? কী এদের সাংবাদিকতার পরাকাষ্ঠা? ধিক্কার এই রকম “মিডিয়া” কে যারা এধরণের মিথ্যাচারের আশ্রয় নিয়ে লাইক, কমেন্ট, শেয়ার ও ব্যবসার কারণে সংবাদ মাধ্যমকে দূষিত করছে।"

কিন্তু এসব তো গায়ে মাখলে চলবে না! বরং অপা নিজেই নিজের ক্যারিশমা দেখিয়ে দিলেন। তাঁকে দেখা গেল একদম সবুজ পরী সেজে। অভিনেত্রী এটা আমাদের গল্প ছবির সাফল্যের উৎসবে হাজির হলেন সবুজ রঙের পোশাকে। আর তাঁর মধ্যে এতই স্পিরিট যে দেখে হতভম্ব শাশ্বত চট্টোপাধ্যায় খোদ।

কেন, কী এমন করলেন অপা? সুযোগ পেয়েই অভিনেত্রীকে দেখা গেল র‍্যাম্প ওয়াক করতে। আর এই দৃশ্য দেখেই যেন ভাষা হারালেন শাশ্বত চট্টোপাধ্যায়। বললেন, হাঃ! দেখো আবার র‍্যাম্প ওয়াক করতে করতে যাচ্ছে। যদিও এসব কথা কানেই নিলেন না তিনি। বরং নিজের মতো করে হেঁটে গেলেন।

উল্লেখ্য, কানাঘুষো খবর মানসীর পরবর্তী ছবিতে দেখা যেতে চলেছে তাঁকে। সেই ছবিতেই অর্জুন চক্রবর্ত্তীও অভিনয় করছেন। নতুন সম্পর্কের গল্প বুনতে দেখা যাবে তাঁকে এবার।

tollywood aparajita adhya Entertainment News
Advertisment