Aparajita Adhya: 'প্রত্যেকটা চুমুর আলাদা আলাদা...', বন্ধুর ঠোঁটে ঠোঁট রেখে কটাক্ষের মুখে 'বেপরোয়া' অপরাজিতা

Aparajita Adhya trolled: অপরাজিতা সমাজ মাধ্যমে মাঝেমধ্যেই নানা কিছু পোষ্ট করে থাকেন। তিনি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও রেখে ঢেকে কথা বলেন না। আর এবার প্রিয় বন্ধুর ঠোঁটে ঠোঁট রাখতেই ধেয়ে এল কটাক্ষ।

Aparajita Adhya trolled: অপরাজিতা সমাজ মাধ্যমে মাঝেমধ্যেই নানা কিছু পোষ্ট করে থাকেন। তিনি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও রেখে ঢেকে কথা বলেন না। আর এবার প্রিয় বন্ধুর ঠোঁটে ঠোঁট রাখতেই ধেয়ে এল কটাক্ষ।

author-image
Anurupa Chakraborty
New Update
aparajita1

Aparajita Adhya: যা বললেন অপরাজিতা...

অভিনেত্রী অপরাজিতা সবসময়ই সকলের থেকে আলাদা। তিনি যেমন মনখোলা তেমনই তিনি রেখেঢেকে কোনও কাজ করতে পারেন না। এবারও তাঁর বাতিক্রম না। অভিনেত্রীকে দেখা গেল প্রকাশ্যে চুমু খেতে। তারপরই শুরু হল আলোচনা।

Advertisment

অপরাজিতা সমাজ মাধ্যমে মাঝেমধ্যেই নানা কিছু পোষ্ট করে থাকেন। তিনি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও রেখে ঢেকে কথা বলেন না। আর এবার প্রিয় বন্ধুর ঠোঁটে ঠোঁট রাখতেই ধেয়ে এল কটাক্ষ। কারণ? একে তো এই সমাজে আজও নারী নারীর ভালবাসা কিংবা পুরুষ পুরুষের ভালবাসাকে বাঁকা চোখে দেখা হয়। সেখানে মেয়ে হয়ে আরেক মেয়ের ঠোঁটে চুমু খাওয়া নেহাতই সহজ ঘটনা নয়।

অপরাজিতা তাঁর প্রিয় বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে চুমু খেয়েছেন। তারপর থেকেই শুরু হয়েছে আলোচনা। অভিনেত্রী সেই ছবি নিজের সমাজ মাধ্যমে শেয়ার করেছেন। যেখানে তাঁর বান্ধবীর সঙ্গে মিষ্টি চুমু খেয়েই তিনি লিখলেন, "প্রত্যেক চুমুর আলাদা আলাদা আবেগ আছে।" তাঁকে দেখা গিয়েছিল বন্ধুর জন্মদিনে আনন্দে মেতে উঠতে। এমনকি, সেখানে নাচ গান পর্যন্ত করেন তিনি।

Advertisment

পরনে ওয়াইন রঙের পোশাক, অভিনেত্রীকে দেখা গেল কাছের মানুষদের নিয়ে চুটিয়ে মজা করতে। আসলে, এই বান্ধবী তাঁর বড় কাছের। দুজনে একসঙ্গে নাচের স্কুল পর্যন্ত চালান। অপরাজিতার অনুপস্থিতিতে পুরোটাই তিনিই দেখেন।  কিন্তু দুই বন্ধুর ভালবাসা দেখে একদল রেগে আগুন। তাঁরা কটাক্ষ করতে ছারলেন না। কেউ বললেন... "এসব দেখার জন্যই তো বসে আছি। ছিঃ ছিঃ!" আবার কেউ বলে বললেন, এসব বলে পয়সা পান? কেউ আবার প্রকাশ্যেই ধিক্কার জানালেন।

উল্লেখ্য, তাঁকে দেখা যেতে চলেছে মানসী সিনহা পরিচালিত পরের ছবি ৫ নং স্বপ্নময় লেনে। এটা আমাদের গল্পের সাফল্যের পর ফের একসঙ্গে কাজ করছেন তারা।

 

tollywood aparajita adhya tollywood news Tollywood Actress