বুধবার রাজ্য সরকার আয়োজিত বিজয়া সম্মিলন্নী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন একঝাঁক তারকা। সেই তালিকায় রয়েছেন দর্শকদের প্রিয় 'লক্ষ্মী কাকিমা' অপরাজিতা আঢ্যও (Aparajita Adhya)। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) জড়িয়ে আদুরে এক ছবি পোস্ট করেছিলেন। তবে নেটপাড়ার কাছে তা মিষ্টি তো লাগেইনি, বরং কটাক্ষের শিকার হতে হল অভিনেত্রীকে।
মুখ্যমন্ত্রীর বেজায় প্রিয় পাত্রী তিনি। তাছাড়া টলিপাড়ার সিংহভাগ তারকার সঙ্গেই মমতার বেশ ভাল সম্পর্ক। অভিভাবক দিদির মতোই সকলের খোঁজ রাখেন। সেই প্রেক্ষিতেই বিজয়া সম্মিলনীতে মমতাকে দেখে জড়িয়ে ধরে ছবি তোলেন অপরাজিতা। মুখ্যমন্ত্রীও আপ্লুত। এবার সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করতেই শোরগোল। একের পর এক কটাক্ষবাণ ধেয়ে এল অপরাজিতার দিকে।
উল্লেখ্য, দর্শকদের প্রিয় অপরাজিতা সাধারণত খুব একটা ট্রোল হন না। তবে রাজ্য সরকারের আয়োজিত বিজয়া দশমী সম্মিলনীতে গিয়ে বেধড়ক ট্রোলের সম্মুখীন হতে হল অভিনেত্রীকে। দিন কয়েক আগে, পুজো কার্নিভালে গিয়ে স্বস্তিকা মুখোপাধ্যায়কেও নেটপাড়ার আক্রমণের শিকার হতে হয়েছে। এবার অপরাজিতা আঢ্যর ক্ষেত্রেও সেই একই পরিণতি হল।
কারও মন্তব্য, 'পরেরবার ভোটের টিকিট কনফার্ম। রাজ্যের শিক্ষার এই বেহাল দশা একজনের জন্য তার সাথেই এইসব। বাহ ভালো ভাবতাম। শিক্ষিত ভাবতাম আগে।' কেউ বলছেন, 'আপনাকে ঠিকঠাক ভেবেছিলাম। আপনীও চটি চাটার দলে নাম লেখালেন। ঠিকই আছে। ভেড়ার পাল সব একদিকেই যায়। একজন যেখানে যায়, সবাই তাকেই ফলো করে।' আবার কারও মন্তব্য, 'আপনিও চটিপুজোয় শামিল হলেন?' কেউ বা আন্দোলনরত চাকরীপ্রার্থীদের পাশে না দাঁড়ানোর জন্যও কথা শুনিয়েছেন। এক অনুরাগী তো অপরাজিতাকে 'আনফলো' করার হুমকিও ছুঁড়েছেন।
<আরও পড়ুন: ঝগড়া অতীত! একসঙ্গে হাসিমুখে ইমন-রূপঙ্কর, নেটপাড়ার টিপন্নি ‘ওমা ভাব হয়ে গেল?’>
প্রসঙ্গত, অপরাজিতার শেয়ার করা ছবিতে দেখা গেল উষা উত্থুপ, লীনা গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী, অরিন্দম শীল, পাওলি দাম, জুন মালিয়া, ভরত কলের মতো টলিউডের তাবড় তারকাদের। যাঁদের সিংহভাগই শাাসকদল ঘনিষ্ঠ। সেই তালিকায় অপরাজিতাকে দেখে সম্ভবত মেনে নিতে পারেননি অনুরাগীরা। অতঃপর কটু কথা শোনানোর সুযোগও ছাড়লেন না কেউ।