scorecardresearch

সাদা ফিনফিনে পোশাকে ‘হট’ অপরাজিতা, জুটল ধুমসি-বুড়ি ভাম তকমা!

শাড়ি পরিহিত অপাকে সিজলিং পোশাকে মেনে নিতে পারছেন না? ঘোর চর্চা সোশ্যাল মিডিয়ায়

aparajita adhya with white beach dress, actress got trolled
মারাত্মক ট্রোল অপা!

মনে আনন্দ থাকলে আর কোনওকিছুই পরওয়া নয়। একথা যেন আবার প্রমাণ করে দিলেন অপরাজিতা আঢ্য। এমনিতেও জীবঙ্কে উপভোগ করতে ভালাবসেন তিনি, কিন্তু এবার সেই কাণ্ড ঘটাতেই ভয়ঙ্কর ট্রোল অভিনেত্রী।

সমাজমাধ্যমে ভীষণ সক্রিয় তিনি। নিজের নাচ হোক অথবা শুটিং ফ্লোরের আপডেট, সবসময়ই কিছু না কিছু আপডেট দিতেই থাকেন তিনি। এবার রিলস বানাতে গিয়েই ভয়ঙ্কর ট্রোল অপা। পরনে সাদা ফিনফিনে পোশাক, কমলা শর্টস- সমুদ্রের ধারে নেচে কুঁদে অস্থির লক্ষী কাকিমা। যদিও তাঁর এই ভিডিও মোটেই পছন্দ হয়নি ভক্তদের, কিন্তু কেন?

তাঁদের বেশিরভাগের কথায়, অপরজিতার এই ভিডিও অশ্লীল। যেভাবে সমস্ত কিছু উপস্থাপনা করা হয়েছে তাতে নিজেদের চোখের অপমান। অপরাজিতা যে সকলের অনুপ্রেরণা, অভিনেত্রীর অভিনয় এবং ব্যাক্তিত্ব মুগ্ধ করে সকলকে। কিন্তু এবার এইধরনের পোশাকে তাঙ্কে দেখে বাঁকা চোখে তাকিয়েছেন অনেকেই। তাঁদের বক্তব্য, খুব বিশ্রি লাগছে আপনাকে। আবার কেউ বলছেন, বিশ্বাস করুন, আপনাকে একদম ভাল লাগছে না।

তবে, একদিকে যেমন নেতিবাচকতা তেমনই অন্যদিকে কিচু পজিটিভ মন্তব্যও রয়েছে। অভিনেত্রীর সাহসকে কুর্ণিশ জানিয়েছেন অনেকে। কেউ কেউ বললেন, উনার টাকা, উনার ইচ্ছে…যেটা ভাল লাগছে করেছেন। আবার কেউ বলছেন, কোনও দরকার ছিল কি? কিন্তু এসবে ডোন্ট কেয়ার অপা। এম্নকি ফ্যানেদের মন্তব্যের জবাবও দেন নি তিনি।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Aparajita adhya with white beach dress actress got trolled