Advertisment

আমি বিশ্বাস করি হাঁটতে যে পারে সে নাচতেও পারে : অপরাজিতা আঢ্য

অভিনয়ের পাশাপাশি এই বিশেষ ভাললাগা, অভিনেত্রী বললেন...

author-image
Anurupa Chakraborty
New Update
aparajita auddy, tollywood news

Aparajita- কী বলছেন অপরাজিতা?

কার মধ্যে কী প্রতিভা রয়েছে, একথা অনেকেরই অজানা। তবে, অভিনেত্রী অপরাজিতা আঢ্য কিন্তু একেবারেই আলাদা। তিনি তাঁর কাজের জায়গায় স্বতঃস্ফূর্ত। বর্তমানে কাজ করেছেন, কোজাগরী ধারাবাহিকে। কিন্তু, নিজের নাচের স্কুল নিয়েও তিনি বেশ সক্রিয়।

Advertisment

বর্তমানে বেশ চর্চায় এসেছে তাঁর এই নাচের স্কুল। হাওড়া থেকে শুরু হয়েছিল যাত্রা। অপরাজিতা এমনিও হাওড়ার মেয়ে। সেখান থেকেই নাচের স্কুলের পথ প্রশস্ত হয়েছিল তাঁর। অপা তাঁর নিজের নাচের স্কুলে মাঝেমধ্যেই নাচ শেখাতে যান। যেহেতু, বেশিরভাগ সময় শুটিং করতেই ব্যাস্ত থাকেন তাই সেটা সম্ভব হয় না।

কিন্তু, তাঁর নাচের স্কুল বর্তমানে বেশ চর্চায়। অপা, কতটাকা নেন নাচ শেখাতে? কতজন শেখেন? এসব নিয়ে নানা আলোচনা। কিন্তু, কবে থেকে শুরু হয়েছিল? কেনই বা অভিনয়ের পাশাপাশি এই চিন্তাভাবনা এসেছিল তাঁর? ২৬ তারিখ অ্যানুয়াল প্রোগ্রামের আগেই ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে আড্ডায় সকলের প্রিয় অপরাজিতা।

অভিনেত্রী বললেন, আমি তো ১২ বছর বয়স থেকে নাচ শেখাই। আগে তো ওটাই করতাম। তারপর, হঠাৎ করেই বিয়ে হয়ে গেল। আমি হাওড়া থেকে একটু দূরে গেলাম। আমার যে বন্ধুটি এখন দেখে তখন ওর বিয়ে হয়ে গেল। আর পারল না। তারপর, নাচের স্কুলটা বন্ধ হয়ে গেল। কিন্তু ২০১১ সালে আবার আমরা নতুন করে শুরু করলাম। একদিন, আমার সেই বন্ধুটা বলল, তুই বেহালায় একটা স্কুল কর। তারপর, এই নতুন স্কুল।

অভিনেত্রী আরও বললেন, আমি বিশ্বাস করি, যে মানুষ হাত পা নাড়তে পারেন, সে নাচতেও পারেন। হাঁটতে পারলে নাচা কোনও ব্যাপার না। আমার বন্ধুরা সকলেই আমার কাছে নাচ শিখেছে। নাচ বিষয়টা খুব অদ্ভুত। আমি নাচ শিখেছি তনুশ্রীদির কাছে। এই স্কুলটা যখন শুরু হল, আমার প্ল্যানিং ছিল অন্যরকম কিছু করার।

সাধারণত, এই স্কুলে সব বয়সের মানুষরা রয়েছেন। যারা দুই বাচ্চার মা, জীবনে হয়তো নাচ শিখতেন কোনওসময়। তাঁরা আবার শুরু করেছেন অপরাজিতার হত ধরে। অভিনেত্রী বলেন, আমার স্কুলে, এমন দেখতে পাবে ছেলে এবং মা একসঙ্গে ক্লাস করছে। আমি ক্লাসিক্যাল নাচটা খুব ভালবাসি। অন্তত, এটা থাকলে অনেক নাচ অভ্যাস করা যায়। তবে, ওয়েস্টার্ন খুব খারাপ লাগে না। কেউ নাচলেই আমার দারুণ লাগে।

এবছরের অনুষ্ঠানে বিশেষ কী থাকছে? অভিনেত্রী বলেন, আমি একদম সময় দিতে পারছি না। তবে, ইচ্ছে আছে উদ্বোধনী যে পঞ্চভূতের নাচটি হবে সেটা আমি নিজে করি। জানি না, কতটা সময় দিতে পারব, তবে ইচ্ছে আছে। এবং বিশেষ কেউ থাকছেন কিনা, সেই প্রসঙ্গে জানিয়েছেন, আপাতত তারকা সমাগম থাকবে না।

tollywood Aparajita Auddy Entertainment News
Advertisment