Aparajita Adhya: অনুপ্রেরণার আরেক নাম অপরাজিতা আঢ্য, 'গুরু' হিসেবে যোগ্য সম্মান পেলেন অভিনেত্রী
Aparajita Auddy news: ছোট থেকেই নাচের প্রতি তাঁর দারুণ ঝোঁক। অভিনেত্রী হাওড়ার মেয়ে। সেখানে, একদম অল্প বয়স থেকেই নাচের সঙ্গে যুক্ত ছিলেন। নাচ শেখাতেন। পরে, বড় হয়ে তিনি এবং তাঁর এক বন্ধু মিলে নাচের স্কুলের দায়িত্ব নিয়েছেন।
অপরাজিতা অধ্য অভিনয়ের পাশাপাশি নিজের নাচের স্কুল পর্যন্ত চালান। সেখানে, নানা বয়সের ছাত্র থেকে ছাত্রী সকলেই রয়েছে। আর, এবার তারা অপরাজিতাকে যে সম্মানটা দিলেন সেটা অনবদ্য।
Advertisment
ছোট থেকেই নাচের প্রতি তাঁর দারুণ ঝোঁক। অভিনেত্রী হাওড়ার মেয়ে। সেখানে, একদম অল্প বয়স থেকেই নাচের সঙ্গে যুক্ত ছিলেন। নাচ শেখাতেন। পরে, বড় হয়ে তিনি এবং তাঁর এক বন্ধু মিলে নাচের স্কুলের দায়িত্ব নিয়েছেন। অপরাজিতা মাঝেমধ্যেই শেখানে নিজে নাচ শেখাতে যান। সেখানের প্রত্যেকের সঙ্গে তাঁর ভীষণ ভাল সম্পর্ক।
অভিনেত্রী একবার জানিয়েছিলেন, যদি কেউ হাঁটতে পারে তাহলে আমি বিশ্বাস করি, সে নাচতেও পারে। গতকাল ছিল গুরি পূর্ণিমা। অভিনেত্রীকে তাঁর ছাত্রীরা মিলে যে সম্মান দিয়েছেন, সেটি দেখে আপ্লুত অভিনেত্রী। এমনকি সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন অভিনেত্রী নিজেই। লিখলেন... “গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর I গুরু সাক্ষাত পর্ ব্রহ্মা, তাস্মাই শ্রী গুরুরেব নমঃ II”
ছাত্রীদের নিয়ে একই ফ্রেমে কত মুহূর্ত শেয়ার করলেন তিনি। তাঁকে চন্দনের টিকা পড়ালেন ছাত্রীরা। পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। লাল রঙের শাড়িতে অভিনেত্রী সেজেছিলেন দারুণ। সকল ছাত্রীদের সঙ্গে ছবি আপলোড করে লিখলেন...
“শিল্পী আর্ট ডে রিদিম” এর ছাত্রছাত্রীদের নিয়ে গুরু পূর্ণিমা উদযাপনের বিশেষ কিছু মুহূর্ত। পরমগুরুর পরম আশীর্বাদে এমন কিছু ছাত্রছাত্রী আমি পেয়েছি যারা এই গুরু পূর্ণিমায় যে সম্মান ও সমাদর আমায় দিলো, তাতে আমি বাকরোহিত… আমার গুরুদের আশীর্বাদ ছাড়া এই পথে এগোতে পারতাম না আমি। নাচ আমার ভালোবাসা, সেই ভালবাসা থেকে আজ এত ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করতে পেরেছি, তাদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করতে পেরেছি, এ এক পরম প্রাপ্তি। আমি কৃতজ্ঞ, এবং একই সঙ্গে আপ্লুত।"
উল্লেখ্য, তাঁর শেষ ছবি এটা আমাদের গল্প দারুণ সাফল্য পেয়েছে। আবার তিনি যোগ দিয়েছেন মানসী সিনহার নতুন ছবিতে। কিছুদিন আগেই তাঁকে দেখা গিয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণের নতুন ছবিতে হাত মেলাতে।