/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/apa.jpg)
Aparajita- কী বলছেন অপরাজিতা?
Aparajita Tollywood news: কারওর কাছে আদর খেতে কার না ভাল লাগে, আর মানুষটি যখন অপরাজিতা আঢ্য ( Aparajita Auddy ) তখন তাঁকে আর ভাল না বাসলে হয়? তিনিও দিব্যি মজার চোটে আদর খেলেন তাদের থেকে।
অভিনেত্রী অপরাজিতা তাঁর নিজের অভিনয়ের পাশাপাশি স্বভাবের জন্য বেশ জনপ্রিয়। তাঁর হাসমুখ এবং প্রাণখোলা স্বভাব অনেকের বেশ পছন্দ। আর এবার, তিনি পৌঁছে গিয়েছেন এমন একজনের কাছে যিনি তাঁকে অনেক ভালবাসা দিয়েছেন। এবং সেই ভালবাসা পেয়ে তিনি আপ্লুত। কার কাছে গিয়েছিলেন তিনি?
অভিনেত্রী, শীতের শেষ সময় ঘুরে বেড়াচ্ছেন। আর তাঁরমধ্যেই তিনি কালী মায়ের দরজায় গিয়ে দাঁড়িয়েছেন। এমনিও ঘরে ঘরে জি বাংলার কারণে, তিনি বহু মানুষের বাড়িতে যেমন ঘুরেও বেড়ান তেমন ঠাকুর দেবতার আশীর্বাদ ও লাভ করেন। আর এবার, তিনি গেলেন লেক কালীবাড়ি এবং নৈহাটির বড়মার কাছে।
আরও পড়ুন - Ipshita – Debottam: নাকভর্তি সিঁদুর, দেবত্তমের বাহুডোরে ইপ্সিতা! অবশেষে স্বপ্ন সত্যি হল?
দুই মন্দিরে গিয়েই নিজের মনের কথা জানালেন অভিনেত্রী। লিখলেন... "গতকাল নৈহাটির বড়মার কাছে আর আজ লেক কালীবাড়িতে মায়ের কাছে আদর খেতে এসেছি। জয়মা।"
প্রসঙ্গত, একসঙ্গে যেমন সিরিয়ালের কাজ করেন তিনি। তেমনই তাঁকে ছবিতেও দেখা যায়। জল থৈ থৈ ভালবাসায় এক গুরুত্বপূর্ন চরিত্রে তাঁকে দেখা যাচ্ছে। পাশাপশি সঞ্চালিকার ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে।