Aparajita Auddy-Pijush Ganguly : 'প্রত্যেক মুহূর্তে অভিনয় করতে গিয়ে...', 'অর্মত্য স্যার' পিযূষের স্মৃতিচারণ 'পারি পাগলি' অপরাজিতার

Pijush Ganguly Tragic Death: এই মুহূর্তে আপকামিং মুভি শ্রীদুর্গার প্রচারে চূড়ান্ত ব্যস্ত অপরাজিতা আঢ্য। তার মাঝেও পর্দার 'স্বামী' ওরফে প্রয়াত অভিনেতা পিযূষের স্মৃতিতে আবেগে ভাসলেন অভিনেত্রী।

Pijush Ganguly Tragic Death: এই মুহূর্তে আপকামিং মুভি শ্রীদুর্গার প্রচারে চূড়ান্ত ব্যস্ত অপরাজিতা আঢ্য। তার মাঝেও পর্দার 'স্বামী' ওরফে প্রয়াত অভিনেতা পিযূষের স্মৃতিতে আবেগে ভাসলেন অভিনেত্রী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

স্যারের স্মৃতিতে ডুব

Pijush Ganguly-Aparajita Auddy Jol Nupur: ২০১৫ সালের ২৫ অক্টোবর, চিরঘুমের দেশে পাড়ি দেন বাঙালি অভিনেতা পিযূষ গঙ্গোপাধ্যায়। দেখতে দেখতে পিযূষের না থাকার দশটা বছর পার। দশম মৃত্যুবার্ষিকীকে সহ অভিনেতার স্মৃতিতে ডুব দিয়েছিলেন অভিনেত্রী মৈত্রেয়ী মিত্র। উল্লেখ্য, পিযূষের সঙ্গে বয়েই গেল ধারাবাহিকে কাজ করেছিলেন মৈত্রেয়ী। দু'দিন পর পর্দার স্বামীর স্মৃতিচারণ করলেন অপরাজিতা আঢ্য। এই মুহূর্তে আপকামিং মুভি শ্রীদুর্গার প্রচারে চূড়ান্ত ব্যস্ত। তার মাঝেও 'স্যার'-এর স্মৃতিতে আবেগে ভাসলেন অভিনেত্রী। জল নুপূর ধারাবাহিকে অর্মত্য-র চরিত্রে অভিনয় করেছিলেন পিযূষ আর পারি পাগলির ভূমিকায় অপরাজিতা আঢ্য। দুজনের অন স্ক্রিন কেমেস্ট্রি আজও দর্শকের স্মৃতিতে উজ্জ্বল। 

Advertisment

আরও পড়ুন মৃত্যুর দু-ঘণ্টা আগেও ফোন-মেসেজ! শেষ মুহূর্তে কাদের সঙ্গে কথা হয়েছিল 'কমেডি কিং' সতীশের?

সেই বিষয়টি উল্লেখ করেই অপরাজিতা হৃদয়বিদারক পোস্টে লিখেছেন, 'তুমি কি জানো পীযূষ দা অমর্ত্য (স্যার) আর পারিকে আজও মানুষ ভুলতে পারেনি। ওপারে থেকে কি জানতে পারছো? সেটা খবর কি পাও, এখনও কত মানুষ তোমার কথা বলে। কত বড় ক্ষত আমাদের সবাইকে আর ইন্ডাস্ট্রিকে দিয়ে চলে গিয়েছিলে। কিসের যে এত তাড়া ছিল। আজ প্রত্যেক মুহূর্তে অভিনয় করতে গিয়ে তোমার কথা আর তোমার হাসি মুখটা একবার হলেও মনে আসে। তোমায় কেউ ভোলেনি। আমি তো নাই।'

Advertisment

আরও পড়ুন ছোট পর্দায় গ্র্যান্ড কামব্যাক অপরাজিতা আঢ্যর, কোন ভূমিকায় 'লক্ষ্মী কাকিমা'?

এই ধারাবাহিকে অভিনয়ের সময়ই পথ দুর্ঘটনা প্রাণ কেড়ে নিয়েছিল পিযূষের। এই ঘটনার পর সিরিয়ালের ট্র্যাকও বদলে ফেলা হয়। ধারাবাহিক যখন জমে উঠেছে সেই সময় আচমকা দুঃসংবাদ। প্রসঙ্গত, সপ্তমীর সন্ধ্যায় এক অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে সাঁতরাগাছি স্টেশনের কাছে কোনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়েন পীযূষ গঙ্গোপাধ্যায়। 

আরও পড়ুন 'আবার ফিরে আসুন...', পীযূষের মর্মান্তিক মৃত্যুর ১০ বছর পর স্মৃতিমেদুর সহ অভিনেত্রী মৈত্রেয়ী

হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্‍সকরা জানান পীযূষের শরীর জুড়ে গভীর ক্ষত। পথ দুর্ঘটনায় তাঁর পাঁজর ভেঙে গিয়েছিল। হাতে-পায়ে মারাত্মক চোট। অবস্থার অবনতি ঘটলে ভেন্টিলেশনে রাখা হলে রক্তচাপও ধীরে ধীরে কমে যায়। অবশেষে ৫০ বছর বয়সী অভিনেতার অকাল মৃত্যুতে শিল্পীমহলে নেমে আসে শোকের ছায়া। 

আরও পড়ুন সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু, পিতৃবিয়োগের যন্ত্রণায় কাতর 'পবিত্র রিস্তা' খ্যাত অভিনেত্রী

Pijush Ganguly Aparajita Auddy