Aparajit Ghosh Das: 'কোজাগরী'তে স্বামী-স্ত্রী, 'চিরসখায়' মা-ছেলে? 'মেয়েরা বুড়ি তাড়াতাড়ি হয়...', অপরাজিতা-রাজাকে নিয়ে চূড়ান্ত হাসাহাসি...

Tollywood: এক আলোচনা চলছে অপরাজিতা দাস ঘোষ এবং রাজ গোস্বামীকে নিয়ে। নতুন ধারাবাহিক চিরসখাতে রয়েছে তাঁরা। এখানে তাঁরা মা-ছেলের ভূমিকায়, সেই নিয়েই...

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
kojagori- chirosakha

kojagori- chirosakha: স্বামী-স্ত্রীর পর, মা ছেলের ভূমিকায়, তারপর? Photograph: (ফাইল চিত্র )

বাংলা সিরিয়ালের বুকে কত কাণ্ডই না হয়। অভিনেতা অভিনেত্রীদের বয়সের সঙ্গে সঙ্গে চরিত্রের ধার পাল্টে যায়। যদিও বা নায়িকারা যে অল্প বয়সে মা - কাকিমার চরিত্রে অভিনয় করেন, সেই তুলনায় নায়কদের এই সম্ভাবনা অনেকটাই বয়সে গিয়ে আসে। টলিপাড়ার বুকে এহেন ঘটনা কম নেই।

Advertisment

মিঠাই সিরিয়ালে পিসির চরিত্রে যে অর্পিতা মুখোপাধ্যায় অভিনয় করতেন তিনি কাজ করেছিলেন যশ দাশগুপ্তর সঙ্গে। একদিকে যশ এখনও হিরো, কিন্তু অর্পিতা বেশিরভাগ সিরিয়ালে এখন মায়ের ভূমিকায় অভিনয় করেন। বর্তমানে কথা ধারাবাহিকে সেই ভূমিকাতেই রয়েছেন তিনি। সেরকমই এক আলোচনা চলছে অপরাজিতা দাস ঘোষ এবং রাজ গোস্বামীকে নিয়ে। নতুন ধারাবাহিক চিরসখাতে রয়েছে তাঁরা।

সেখানে দেখা যাচ্ছে অপরাজিতা, যিনি তাঁর স্বামীকে হারিয়েছেন, সেই সংসারটাকে বেঁধে রেখেছে সুদীপ। এবং এই ধারাবাহিকে রাজা গোস্বামী রয়েছেন অপরাজিতার ছেলের ভূমিকায়। সেখানেই শুরু হয়েছে সমালোচনা। কেমন? কোজাগরী সিরিয়ালে তারা দুজনে স্বামী স্ত্রী ছিলেন। সেখানে সোজা মা এবং ছেলে চিরসখা ধারাবাহিকে। এই নিয়েই কেউ বলছেন, মেয়েদের বয়স তাড়াতাড়ি হয়। আবার কেউ বলছেন, মেয়েরা খুব তাড়াতাড়ি নিজেদের জায়গা ছেড়ে মা এবং কাকিমা হয়, সেটাই প্রমাণ। আবার অন্যদিকে...

Advertisment

কেউ কেউ এও বলছেন, অবাক লাগে এটা ভেবে যে এখনও মেয়েদের বয়স নিয়ে আলোচনা হয়। আবার কেউ বললেন, এটা সবটাই অভিনয়। যে যেই চরিত্রের জন্য যোগ্যতা রাখেন, তাঁকে সেখানে ডাকা হয়েছে। আবার কেউ বললেন, সমালোচনা না করে অভিনয় দেখা ভাল। কিন্তু, কেউ কেউ আবার টলিউডের নানা কান্ড কীর্তি নিয়েও কথা বলেন।

উল্লেখ্য, বহুদিন পর অপরাজিতা ফিরেছেন ধারাবাহিকে। একসময় নানা ধারাবাহিকে দ্বিতীয় লিড হিসেবে অভিনয় করতেন তিনি। বেশ কিছুবছর গ্যাপ রেখেছিলেন তিনি।

Bengali Serial Bengali serial TRP Aparajita Ghosh Das