Nagarik Samaj Michil: নাগরিক সমাজের মিছিলে অপর্ণা সেন-সুদেষ্ণা, পহেলগাঁও এর ধর্মীয় বিবাদ নিয়ে দিলেন বড় বার্তা..

Nagarik Samaj Michil: পহেলগাঁও নিয়ে, বাংলায় নানা তারকা নানা ধরনের মন্তব্য করলেও, আজ বিকেল বেলা, নাগরিক সমাজের মিছিলে এই নিয়ে কথা বলতে দেখা গেল অভিনেত্রী অপর্না সেনকে। ধর্ম জাতিগত পার্থক্য ভুলে…

Nagarik Samaj Michil: পহেলগাঁও নিয়ে, বাংলায় নানা তারকা নানা ধরনের মন্তব্য করলেও, আজ বিকেল বেলা, নাগরিক সমাজের মিছিলে এই নিয়ে কথা বলতে দেখা গেল অভিনেত্রী অপর্না সেনকে। ধর্ম জাতিগত পার্থক্য ভুলে…

author-image
IE Bangla Entertainment Desk
New Update
aparna sen-pahelgao

নাগরিক সমাজের মিছিলে অপর্ণা-সুদেষ্ণা / ছবিঃ পার্থ পাল

কিছুদিন আগে পহেলগাঁও এ ঘটে যাওয়া ভয়ংকর হত্যাকাণ্ডের প্রতিবাদে, সারা দেশ থেকে নানান মানুষ সরব হয়েছেন। শুধু তাই নয়, তারকারা নানা বিষয় মন্তব্য রেখেছেন। এমনকি, পাকিস্তানের বিরুদ্ধে ভারত সরকার যে ধরনের ব্যবস্থা নিয়েছেন, তাতে কোন তারকা সাপোর্ট করেছেন এবং কোন তারকা এ বিরুদ্ধেও কথা বলেছেন। শিল্পীর সঙ্গে, সবরকমের সমস্যা কেন - একথাও শোনা গিয়েছে।

Advertisment

পহেলগাঁও নিয়ে, বাংলায় নানা তারকা নানা ধরনের মন্তব্য করলেও, আজ বিকেল বেলা, নাগরিক সমাজের মিছিলে এই নিয়ে কথা বলতে দেখা গেল অভিনেত্রী অপর্না সেনকে। ধর্ম জাতিগত পার্থক্য ভুলে, সব ধরনের মানুষ এক হয়েছেন আজকে নাগরিক সমাজের মিছিলে। সেই মিছিলে পা মিলিয়েছেন, অপর্ণা সেন থেকে সুদেষ্ণা রায় এবং অন্যান্যরা। দুই অভিনেত্রীকে একদম প্রথমে হাতে পোস্টার নিয়ে হাঁটতে দেখা গেল। শুধু তাই নয়, এর আগেও নাগরিক সমাজে, নানান ধরনের দাবি রেখে অপর্ণা সেন, মিছিলে হেঁটেছেন। আর এবার, কাশ্মীরে ঘটে যাওয়া ভয়ংকর হত্যাকাণ্ডের প্রতিবাদে পা মেলালেন।

Sonu Nigam Controversy: ভাষার সঙ্গে জঙ্গি টেনে বিরাট বিতর্ক! ৫১ বছরের…

Advertisment

সারা দেশজুড়ে, সাম্প্রদায়িক যে বিভেদ ছড়িয়েছে, কিংবা যে অভিযোগ তোলা হচ্ছে, একটি নির্দিষ্ট ধর্মের মানুষকে টার্গেট করে, মেরে ফেলার ভয়ংকর অভিযোগ, এই কারণেই তারা জাতি ধর্ম মত নির্বিশেষে সকলে এক হয়ে মিছিলে হাঁটেন। জোড়াসাঁকো থেকে মহাজাতি সদন পর্যন্ত, এই মিছিল চলে। মিছিল থেকে অপর্ণা সেন কী বললেন?

অপর্ণা সংবাদ মাধ্যমে বলেন, কিছু মানুষ নিজেদের সুবিধার জন্য, এই ধরনের ঘৃণ্য এবং নক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। আমাদের দেশে নিরীহ পর্যটকদের ওপর, হামলা চালিয়েছে। সাধারণ নাগরিক হিসেবে আমাদের একটাই কথা, আমরা যেন সেই ফাঁদে পানা দি। আমাদের মধ্যে যেন ধর্মীয় বিভাজন না থাকে। তাহলে সেই শক্তির জয় হবে।" প্রসঙ্গে, ভারত সরকার পাকিস্তানের তারকাদের শুধু এদেশে কাজ করা নয়, একাউন্ট থেকে ইউটিউব মাধ্যম সবকিছুই ব্যান করেছে। সেদেশের ড্রামা থেকে সিরিয়াল, কোনটাই আর ভারতে দেখা সম্ভব হচ্ছে না। সেদেশের তারকারা যেমন লাখে লাখে ফলোয়ার হারিয়েছেন, তেমনি ভারতবর্ষে কাজ করার সুযোগ হারিয়েছেন।

Aparna Sen Sudeshna Roy Pahalgam pahalgam terror attack