Nagarik Samaj to CM: রাজ্যে নারী নিরাপত্তা তলানিতে গিয়ে ঠেকেছে। তাই এবার মেয়েদের সুরক্ষা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠাল নাগরিক সমাজ। এদিন, অপর্ণা সেন প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানিয়ে দিয়েছেন নাগরিক সমাজের ঠিক কী কী দাবি রয়েছে।
অপর্ণা সেন ( Aparna Sen ), যিনি বুদ্ধিজীবী হিসেবেই পরিচিত, তাঁকে দেখা গিয়েছিল আরজি কর কান্ডের প্রতিবাদে সরব হতে। তিনি বারবার মিছিলে গিয়েছিলেন। নারী সুরক্ষা নিশ্চিত করতে ঠিক কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, সেই সুপারিশই করা হয়েছে চিঠিতে। অপর্ণার কথায়, এই চিঠি শুধু নবান্নে ( Nabanna, Bengal Head quarter ) নয়, বরং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
আজ সাংবাদিক বৈঠকে অপর্ণা সে চিঠি তুলে ধরেন। এবং তার কথায় যে সরকারি আসুক না কেন কিংবা যে দলের সরকারি হোক না কেন, এভাবে কাজ চলে না। দলগত কোন পার্থক্য আমরা চাই না কিন্তু পরিকাঠামোগত এবং দীর্ঘমেয়াদি কিছু বদল আমরা দেখতে চাইছি। কাজের বিভিন্ন পরিচয় যারা নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। এই বলেই তিনি মুখ্যমন্ত্রীর ( CM Mamata Banerjee ) কাছে আগে জানিয়েছেন।
কারা লিখলেন এই চিঠি?
অপর্ণা সেন জানিয়েছেন, এ সমাজে নাগরিকরা, পরিচালক থেকে অভিনেতা সমাজকর্মী আইনজীবী থেকে চিকিৎসকরা সকলে মিলেই চিঠি লিখেছেন। শেষ কিছু মাসের রাজ্যে নারী সুরক্ষা এবং অবস্থার হাল মোটেই ভালো না। আর জি কর কান্ডের প্রতিবাদের পরও কোন সুরাহা ঘটে নি। মেয়েরা আজও এই রাজ্যের সুরক্ষিত নয়। অপর্ণা সেন বলেন, "আমি ভাবতাম পশ্চিমবঙ্গ খুব নিরাপদ রাজ্য, এখানে হয়তো বা মেয়েদের সুরক্ষা রয়েছে নিরাপত্তা রয়েছে। কিন্তু আমি ভুল জানতাম। ধারণার সঙ্গে বাস্তবতার অনেক পার্থক্য রয়েছে। এ পার্থক্যটা আমরা দেখতে চাই না। পশ্চিমবঙ্গ যাতে আমাদের দেশের অন্যতম সুরক্ষিত জায়গা হয়ে ওঠে এটাই ভাবতে হবে।"
মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা প্রশাসন পুলিশ সর্বত্রই যেটা দাবির কথা জানিয়েছেন। কারো পদত্যাগ বা পরিবর্তন তারা চাইছেন না। বরং লক্ষ একটাই যেন প্রশাসন এবং পুলিশ সমাজকে মেয়েদের বসবাসের, উপযোগী করে তোলে। নাগরিক সমাজের এই দাবি মেনে নিলে, এই রাজ্যের নারীদের জন্যই মঙ্গল, এমনটাই দাবি করেছেন তারা।
শুধু কর্মক্ষেত্রে নয়, মেয়েরা যাতে সঠিকভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারেন, নিরাপদে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, স্কুল থেকে কলেজ সর্বত্রই যারা সুরক্ষিত থাকেন তারা সেই কারণেই এই দাবী।