Lady Youtuber Got threats: বর্তমানে সমাজ মাধ্যমের চক্করে, যেকোনো কিছু মন্তব্য করার আগে পাঁচবার ভেবে নেওয়া উচিত। কিন্তু, একবার যদি কেউ মন্তব্য করে বসেন, তবে পরবর্তীতে সেই মন্তব্যের খাতিরে কী কী তাকে ফেস করতে হতে পারে, সেই প্রমাণ পাওয়া গিয়েছে ইউটিউবার রণবীর আলাহাবাদিয়ার ক্ষেত্রে। সময় রায়নার শোতে গিয়ে তার অশ্লীল মন্তব্যের কারণেই, বেজায় ফেসেছিলেন ইউটিউবার।
কিন্তু তিনি একা নয়, তার সঙ্গে আরেকজন দারুন রোষানলে পড়েছিলেন, তিনি অপূর্বা মুখিজা। সোশ্যাল মিডিয়ায় তিনি রেবেল কিড হিসেবে পরিচিত। সময় রায়নার সেই শোয়ের অংশ ছিলেন এই ইউটিউবার নিজেই। এবং এরপরই তিনি দেশ ছেড়ে অন্যত্র চলে যান। এক আওয়ার্ড শোয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন তিনি, সেখান থেকে তার নামও বাদ দেওয়া হয়। যদিও এর পরও বেশ কয়েকবার বিতর্কে তিনি জড়িয়েছেন, কিন্তু সেই ঘটনার জেরে যে হুমকি এবং থ্রেট পাবেন, সে কথা কল্পনাও করতে পারেনি।
অপূর্বা ভাইরাল হয়েছিলেন তাঁর কেমন পাত্র চাই সেই মন্তব্য করে। হাসির ছলে তিনি বলেছিলেন, 'আমার জীবিত পাত্র চাই, এবং অবশ্যই একজন পুরুষ মানুষকেই বিয়ে করতে চাই'। তার এই মন্তব্যের পরে ভয়ংকর ভাবে ভাইরাল হতে শুরু করেন। কিন্তু সময় রায়নার শোয়ে যাওয়ার পর, মানুষের রাগে এবং ক্ষোভে পরেই যেন রীতিমতো বিরক্ত বোধ করতে শুরু করেন তিনি। সমাজ মাধ্যমে কয়েকশো স্ক্রিনশট শেয়ার করেছেন তিনি। যেখানে প্রতিনিয়ত শেষ কিছু সময়, নানান ধরনের হুমকি পেয়েছে। কখনো অ্যাসিড ছোড়ার হুমকি, কখনো ধর্ষণের হুমকি, আবার কখনও খুনের হুমকি। এখানেই শেষ নয়...
তার চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে ও নানান ধরনের হুমকি পেয়েছেন তিনি। যদিও ভারতের বুকে মেয়েদের, হুমকি পাওয়ার ঘটনা নতুন নয়, তারপরও তিনি বেশ অবাক হয়েছেন। স্ক্রিনশট গুলি শেয়ার করার আগে তিনি সকলকে সতর্ক করেছেন। পোস্টের একদম শুরুতেই তাকে লিখতে দেখা যায়, সবাইকে আগে থেকেই সতর্ক করলাম - এই পোস্টটিতে নানান ধরনের হুমকি আছে। এবং সবকটায় ব্যক্তিগত স্তরে আমাকে ধর্ষণ এবং খুনের হুমকি। এবং সেই পোষ্টের ক্যাপশনে তিনি লিখেছেন, যা দেখালাম সেখানে এক শতাংশ মাত্রা রয়েছে, আরো কত ধরনের যে কথা শুনেছি...'
এদিকে তার পাশে দাঁড়িয়েছেন অনেকেই। কেউ বলছেন যাই হয়ে যাক না কেন, এই ধরনের কথাবার্তা কোনরকম সলিউশন হতে পারে। আবার কারোর কথায়, তুমি তোমার মতই ভালো। তোমার আরো শক্তি হোক। আবার কেউ বললেন, একটা সময় হয়তোবা মেয়েরা একটু নিরাপদে ঘুরে বেড়াতে পারবে, এতদিন পর্যন্ত লড়াই যাই থাক।