Apple Watch: স্মার্টওয়াচে এবার ক্যামেরা ও ভিজুয়্যাল ইন্টিলিজেন্স, কবে মার্কেটে অ্যাপেলের এই নতুন ঘড়ি?

Apple Watch camera and Visual Intelligence: অ্যাপেলের স্মার্টওয়াচে নতুন কেরামতি। ফোনের পর এবার ঘড়িতেও থাকবে ক্যামেরা ও ভিজুয়্যাল ইন্টিলিজেন্স।

Apple Watch camera and Visual Intelligence: অ্যাপেলের স্মার্টওয়াচে নতুন কেরামতি। ফোনের পর এবার ঘড়িতেও থাকবে ক্যামেরা ও ভিজুয়্যাল ইন্টিলিজেন্স।

author-image
IE Bangla Tech Desk
New Update
স্মার্টওয়াচে এবার ক্যামেরা ও ভিজুয়্যাল ইন্টিলিজেন্স

স্মার্টওয়াচে এবার ক্যামেরা ও ভিজুয়্যাল ইন্টিলিজেন্স

camera and Visual Intelligence In Apple Watch: ২০১৫ সালে মার্কেটে অ্যাপেল ওয়াচ বা অ্যাপেলের স্মার্টওয়াচ লঞ্চ করার পরই সুপারহিট। অনেকের কাছেই পকেট ফ্রেন্ডলি না, কিন্তু চোখের শান্তি! ব্লুমবার্গের একটি প্রতিবেদন অনুসারে, অ্যাপেলের স্মার্টওয়াচে যোগ হতে চলেছে আরও উন্নত প্রযুক্তি। ইনসাইড-দ্য-ডিসপ্লে ক্যামেরা সহ অ্যাপলের স্মার্ট ওয়াচের স্ট্যান্ডার্ড মডেল এবং ডিজিটাল ক্রাউনের পাশে একটি ক্যামেরা সহ আল্ট্রা মডেল আগামী দুই বছরের মধ্যেই মার্কেটে আসতে চলেছে বলেই খবর। ব্লুমবার্গে প্রকাশিত খবর অনুযায়ী, অ্যাপেলের স্মার্টওয়াচে ক্যামেরা লাগানোর পর বাইরের বিশ্ব দেখা যাবে। AI ব্যবহারের মাধ্যমে প্রয়োজনীয় তথ্যও সরবরাহ করা যাবে। 

Advertisment

এটি ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স, যা বর্তমানে ক্যামেরা নিয়ন্ত্রণ বোতাম সহ আইফোনগুলিতে সীমাবদ্ধ, অ্যাপল ওয়াচগুলিতেও প্রসারিত করবে। অ্যাপল ক্যামেরা সহ একটি এয়ারপডস প্রো মডেলের উপরও কাজ করছে বলে জানা গেছে, যা একইরকম ক্ষমতা প্রদান করবে বলে আশা করা হচ্ছে। এখন শুধু অ্যাপেলের আইফোনে ক্যামেরার মাধ্যমে ভিজ্যুয়াল ইন্টিলিজেন্সের সুবিধা পাওয়া যায়। আগামীতে স্মার্টওয়াচেও থাকবে এই ব্যবস্থা। তবে, খুব শীঘ্রই ক্যামেরা এবং ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স সহ একটি অ্যাপল ওয়াচ দেখার আশা করবেন না। এটি বেশ সময়সাপেক্ষ।

এই বৈশিষ্ট্যগুলি সম্ভবত ২০২৭ সালের মধ্যে আসবে এবং অভ্যন্তরীণ এআই মডেল দ্বারা চালিত হবে। কিন্তু, অ্যাপেল বেশ কিছু AI ফিচার ব্যবহারে অক্ষম হয়েছে। ক্যামেরা এবং ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স সহ একটি অ্যাপল ওয়াচ তৈরির জন্য সংস্থা বারবার টিম পরিবর্তন করছে। ব্লুমবার্গ আরেকটি রিপোর্টে বলা হচ্ছে, ২০২৬-এর শেষে iOS 20 আসতে পারে। এটি না আসা পর্যন্ত Siri-এর সুবিধাও পাওয়া যাবে না। এমনও শোনা যাচ্ছে, অ্যাপেল Siri-এর অভিজ্ঞতাকে পুর্নিমান করছে। 

apple apple iPhone apple watch smartwatch