AR Rahman Hospitalised: বুকে অসহ্য যন্ত্রণা, তড়িঘড়ি হাসপাতালে এ.আর. রহমান, কেমন আছেন অস্কারজয়ী সুরকার?

AR Rahman Health: বুকে অসহ্য ব্যথা নিয়ে ১৬ মার্চ রবিবার চেন্নাইনের অ্যাপেলো হাসপাতালে ভর্তি হলেন সুরকার এ.আর. রহমান। খবর সামনে আসতেই উদ্বেগ প্রকাশ করেছেন অনুগামীরা।

AR Rahman Health: বুকে অসহ্য ব্যথা নিয়ে ১৬ মার্চ রবিবার চেন্নাইনের অ্যাপেলো হাসপাতালে ভর্তি হলেন সুরকার এ.আর. রহমান। খবর সামনে আসতেই উদ্বেগ প্রকাশ করেছেন অনুগামীরা।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
AR Rahman Divorce News: বিয়ের ২৯ বছর পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এ আর রহমান ও তাঁর স্ত্রী সায়রা বানু

হাসপাতালে এ.আর. রহমান

AR Rahman: ১৬ মার্চ রবিবাসরীয় সকালে অসুস্থ হয় পড়েন। মিডিয়া রিপোর্ট মোতাবেক, সকাল সাড়ে সাতটা নাগাদ বুকে অসহ্য যন্ত্রণা নিয়ে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসক প্রথমেই ইসিজি ও ইকোকার্ডিওগ্রাম করেছেন। হাসপাতাল সূত্রে খবর, এ.আর. রহমানের অ্যাঞ্জিওগ্রাম করা হতে পারে। অস্কারজয়ী সুরকারের চিকিৎসার জন্য অভিজ্ঞ চিকিৎসকের একটি দল গঠন করা হয়েছে। ৫৮ বছর বয়সী এ.আর. রহমানের শারীরিক অবস্থা কেমন তা জানতে উদগ্রীব ভক্তরা।

Advertisment

গত মাসে Ed Sheeran-এর সঙ্গে চেন্নাইয়ে পারফর্ম করেছেন মিউজিক ম্যাস্ট্রো এ.আর. রহমান। এক সপ্তাহ আগেও ভিকি কৌশল রশ্মিকা মন্দনা অভিনীত ছাবা-র মিউজিক লঞ্চের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন এ.আর. রহমান। উল্লেখ্য, কয়েকদিন আগে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এ.আর.রহমানের প্রাক্তন স্ত্রী সায়রা বানু। সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করেছিলেন সায়নার আইনজীবী বন্দনা শাহ। বিবাহবিচ্ছেদের পরও সায়রার পাশে ছিলেন রহমান।

সেই পোস্টে উল্লেখ করেছিলেন, স্বস্ত্রীক সুরকার ও সাউন্ড ডিজাইনার রেসুল পুকুট্টি সহ সায়রার প্রাক্তন স্বামী এ.আর.রহমানের নাম, যাঁরা কঠিন সময়ে তাঁর পাশে ছিলেন। সায়রা বিবৃতি দিয়ে বন্দনা লিখেছিলেন, 'কয়েকদিন আগে সায়রা বানুকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর অস্ত্রোপচারও হয়েছে। জীবনের এই কঠিন সময়ে দ্রুত সুস্থ হয়ে উঠতে চাইছেন। যাঁরা তাঁর দ্রুত আরোগ্য করেছেন, তাঁদের ধন্যবাদ জানিয়েছেন। লস অ্যঞ্জেলসের বন্ধু রেসুল পুকুট্টি ও তাঁর স্ত্রী সাদিয়াকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সায়রা। প্রত্যেকের ভালবাসা-শুভকামনা পেয়ে একেবারে আপ্লুত।' 

Advertisment

২০২৪-এ দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন এ.আর. রহমন ও সায়রা। এই খবরে রীতিমতো উত্তাল হয়ে উঠেছিল বিনোদন জগৎ। ডিভোর্সের পর রহমানের সঙ্গে নাম জড়িয়েছে তাঁর টিমের বেসিস্টের। পরকীয়ার গুঞ্জন রটতেই ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন রহমানের প্রাক্তন স্ত্রী সায়রা বানু। পথ আলাদা হওয়া মানেই একে অপরের নামে নিন্দা, কাদা ছোড়াছাড়ি বা মুখ দেখাদখি বন্ধ নয়, সায়রার অসুস্থতায় পাশে থেকে সেটাই প্রমান করেছিলেন রহমান।

 

Bollywood News Bollywood Song Bollywood Lyricist AR Rahman