১৯৬৭ সালের ৬ জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি। ৫২ পেরিয়ে আজ ৫৩ বছরে পা দিলেন এ আর রহমান। সোশাল মিডিয়াতে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন দুনিয়ার একাধিক ব্যক্তিত্ব।
১৯৬৭ সালের ৬ জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি। ৫২ পেরিয়ে আজ ৫৩ বছরে পা দিলেন এ আর রহমান। সোশাল মিডিয়াতে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন দুনিয়ার একাধিক ব্যক্তিত্ব।
আল্লা রাখা রহমান শুধুমাত্র একজন সুরস্রষ্টাই নন, তিনি ভারতীয় সঙ্গীত জগতের এক অনস্বীকার্য মাইলস্টোনও। আন্তর্জাতিক সঙ্গীত মঞ্চে তাঁর খ্যাতির কথাও সর্বজনবিদিত। তাঁর সুরের বাঁধনে প্রতি নিয়ত অভিনবত্ব দেখা গিয়েছে। রহমান বিশ্ব সঙ্গীতের সঙ্গে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের যে সংমিশ্রণ ঘটিয়েছেন তাও রীতিমতো বিরল।
Advertisment
স্বনামধন্য এই সঙ্গীতকারকে ‘মাদ্রাজের মোৎজার্ট’ বলা হয়। তামিল ভক্তরা তাঁকে ডাকেন, ‘মিউজিকের ঝড়’ বলে। স্লামডগ মিলিয়নেয়ারের "জয় হো" গানের মাধ্যমে বিশ্ব জুড়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন তিনি।
জীবন্ত কিংবদন্তি এই সংগীতজ্ঞের আজ জন্মদিন। ১৯৬৭ সালের ৬ জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি। ৫২ পেরিয়ে আজ ৫৩ বছরে পা দিলেন এ আর রহমান। সোশাল মিডিয়াতে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন দুনিয়ার একাধিক ব্যক্তিত্ব।
Dear @arrahman Sir, wishing you a very happy birthday. I wish for you to have a successful year ahead and you continue to inspire us with your music.lots of love