Advertisment

রাত দশটা পার হতেই পুলিশি নির্দেশ, বন্ধ হল রহমানের কনসার্ট!

সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়, মিউজিক মায়েস্ত্রোকে অপমান করা হয়েছে?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
AR Rahman, AR Rahman concert, AR Rahman concert in pune, AR Rahman music director, AR Rahman programmes, AR rahman songs, AR Rahman musics, bollywood, bollywood news, update bollywood news, entertainment news, bollywood update, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর

রহমানের কনসার্ট

মঞ্চে দাঁড়িয়ে রয়েছে মিউজিকের মায়েস্ত্রো। সদ্য ছাইয়া ছাইয়া গানটা ধরেছেন, তারপরই ঘটল সেই অপ্রীতিকর ঘটনা। এ আর রহমানকে আঙ্গুল হিলিয়ে গান গাইতে না করল পুনে পুলিশ! কী ঘটেছে আসলে?

Advertisment

শেষ গানটিই গাইছিলেন রহমান। বিখ্যাত গানটি ধরতে না ধরতেই পুলিশের কড়া নির্দেশ। আর গাওয়া যাবে না গান। শুধু যে তাঁকে থামালেন এমনটা নয়, বরং মিউজিশিয়ানদের কাছে এগিয়ে গিয়ে গান বাজনা বন্ধ করতে বললেন। কিন্তু কেন? কারণ, রাত দশটা বেজে যাওয়ার পর সেই এলাকায় গান গাওয়া নিষেধ। সময় পার হয়ে যাওয়ার কারণেই তড়িঘড়ি কনসার্ট বন্ধ করার কথা বলেন পুলিশ অফিসার।

সূত্রের খবর, পুণের এই এলাকায় হাসপাতাল থাকায় এটিকে সাইলেন্ট জোন হিসেবে দেখা হয়। সেখানে রাত দশটার পর গান গাওয়া নির্দেশের বাইরে। রাত দশটা পেরিয়ে গিয়েছে দেখেই পুলিশ অফিসার স্টেজে উঠে গান বন্ধ করতে বলেন। রহমানের নিজেরও সময়ের খেয়াল ছিল না। তবে, পুলিশের এই আচরণ মোটেই ভালভাবে নেন নি ভক্তরা। তাঁদের কথায়, ৫ মিনিট দাঁড়িয়ে গেলে কি হত? আবার কেউ বলছেন, একজন শিল্পীর মান মর্যাদা দেখবেন না? এমন করে হয়?

উল্লেখ্য, আইনি নিয়মের কথা শুনতেই নাকি গান বন্ধ করে দেন তিনি। জানা গিয়েছে, বাধ্য হয়েই নাকি সেই পুলিশ আধিকারিক স্টেজে উঠে গান বন্ধ করতে বলেন। যদিও বা, এই কনসার্টের ছবি শেয়ার করে রহমান জানিয়েছেন, সকলের সঙ্গে আবার দেখা হবে।

bollywood AR Rahman Entertainment News
Advertisment