AR Rahman Back Home: ১৬ মার্চ রবিবাসরীয় সকালে অসুস্থ হয় পড়েন এ.আর. রহমান। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, বুকে অসহ্য যন্ত্রণা নিয়ে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। যদিও রহমানের টিমের তরফে এই খবরের সত্যতা উড়িয়ে দেওয়া হয়েছে। ভুয়ো খবর তকমা দিয়ে গায়ক ও সুরকারের টিমের তরফে জানানো হয়েছে, 'যে খবরটা ছড়িয়ে পড়েছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। ডিহাইড্রেশন ও ঘাড়ে ব্যথার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একটানা ট্রাভেলের জন্যই শরীর খারাপ হয়েছে। ' অন্যদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK Stalin এক্স হ্যান্ডেলে রহমানের হেলথ আপডেট শেয়ার করে জানিয়েছেন, তিনি এখন বিপন্মুক্ত। শীঘ্রই বাড়ি ফিরবেন। খবর জানানোর কিছুক্ষণের মধ্যেই রহমানের বাড়ি ফেরার সুখবর দিলেন তাঁর ম্যানেজার Senthil Velan।
পিটআই-কে Senthil Velan রহমানের বাড়ি ফেরার খবর নিশ্চিত করে বলেছেন, 'এইমাত্র উনি বাড়ি ফিরেছেন। এখন সুস্থ আছেন। দুঃশ্চিন্তার কোনও কারন নেই। রবিবার সকালেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসকরা বেশ কিছু পরীক্ষা নিরিক্ষা করেছেন। এখন শারীরি অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল।' মিউজিক ম্যাস্ট্রো রহমানের বোনও বুকে ব্যথার ভুল তথ্য উড়িয়ে বলেছেন, 'ওঁর ডিহাইড্রেশন হয়েছিল। সেই সঙ্গে ছিল গ্যাসট্রিক।'
/indian-express-bangla/media/post_attachments/604c1075-0c5.jpg)
রহমানের ছেলে আমিন ইনস্টা স্টোরিতে মিউজিক ম্যাস্ট্রোর ভক্তদের উদ্দেশে লিখেছেন, 'সকল বন্ধুবান্ধব, শুভাকাঙ্খী, পরিবারের সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেকে যেভাবে তাঁদের ভালবাসা জাহির করেছেন, খোঁজ নিয়েছেন তাতে আপ্লুত। ডিহাইড্রেশনের জন্যই বাবার শরীরটা খারাপ হয়েছিল। কিছু রুটিন চেক-আপ হয়েছে। এখন পরিস্থিতি স্থিতিশীল। আপনাদের আশীর্বাদ ও শুভকামনা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমাদের পাশে থাকার জন্য কৃতজ্ঞ। সকলকে আমাদের তরফে ভালবাসা।' রহমানের বাড়ি ফেরার খবরে স্বস্তিতে ভক্তরা।
/indian-express-bangla/media/post_attachments/indiatoday/styles/medium_crop_simple/public/2025-03/whatsapp_image_2025-03-16_at_11.26.14-599236.jpeg?VersionId=AqJvq5O5Y8Y15nCSnPZ0oCbEwHSgvg1L&h=960854d8)
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী রহমানের শারীরিক অবস্থার আপডেট দিয়ে লিখেছেন, 'আমার কাছে খবর এল এ.আর.রহমান অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তখনই আমি চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। ওঁর শারীরিক অবস্থা এখন কেমন সেই বিষয়ে খোঁজ খবর নিয়েছি। আমাকে চিকিৎসকরা বলেছেন, এখন অবস্থা স্থিতিশীল। খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবেন। খবরটা শুনে আমি খুশি হয়েছি।' মুখ্যমন্ত্রীর ছেলে Udhay Stalin রহমানের দ্রুত আরোগ্য কামনা করে লিখেছেন, 'আমি মিউজিক ম্যাস্ট্রো এ.আর. রহমানের দ্রুত সুস্থতা কামনা করছি। আশা করছি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবেন।'