AR Rahman Ex wife: বিচ্ছেদের পরও অসুস্থ সায়রার পাশে প্রাক্তন স্বামী, এ.আর.হরমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কী বললেন?

AR Rahman-Saira Banu: প্রাক্তন স্ত্রী সায়রা বানোর জীবনের কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন এ.আর.রহমান। তাঁর উদ্দেশ্যে কী বার্তা দিলেন তিনি?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
rahman1

অসুস্থ সায়রার পাশে প্রাক্তন স্বামী

Saira Banu On AR Rahman: ২০২৪-এর শেষের দিকে অস্কারজয়ী সুরকার এ.আর. রহমানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় সায়রা বানুর। এই খবরে রীতিমতো উত্তাল হয়ে উঠেছিল বিনোদন জগৎ। ডিভোর্সের পর রহমানের সঙ্গে নাম জড়িয়েছে তাঁর টিমের বেসিস্টের। পরকীয়ার গুঞ্জন রটতেই ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন রহমানের প্রাক্তন স্ত্রী সায়রা বানু।

Advertisment

পথ আলাদা হওয়া মানেই একে অপরের নামে নিন্দা, কাদা ছোড়াছাড়ি বা মুখ দেখাদখি বন্ধ নয়, আরও একবার সেটাই প্রমান করলেন এই প্রাক্তন দম্পতি। সম্প্রতি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পরই অস্ত্রোপচার হয় সায়রা বানুর। বর্তমানে তঁর শারীরিক অবস্থা কেমন তা সোশ্যাল মিডিয়ায় জানালেন তাঁর আইনি পরামর্শদাতা বন্দনা শাহ।

Advertisment

সেখানেই উল্লেখ রয়েছে স্বস্ত্রীক সুরকার ও সাউন্ড ডিজাইনার রেসুল পুকুট্টি সহ সায়রার প্রাক্তন স্বামী এ.আর.রহমানের নাম, যাঁরা কঠিন সময়ে তাঁর পাশে ছিলেন। সায়রা রহমনের বিবৃতি দিয়ে বন্দনা লিখেছেন, 'কয়েকদিন আগে সায়রা বানুকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর অস্ত্রোপচারেরও হয়েছে। জীবনের এই কঠিন সময়ে দ্রুত সুস্থ হয়ে উঠতে চাইছেন। যাঁরা তাঁর দ্রুত আরোগ্য করেছেন, তাঁদের ধন্যবাদ জানিয়েছেন।

আরও বলেছেন, 'লস অ্যঞ্জেলসের বন্ধু রেসুল পুকুট্টি ও তাঁর স্ত্রী সাদিয়াকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সায়রা। প্রত্যেকের ভালবাসা-শুভকামনা পেয়ে একেবারে আপ্লুত।' উল্লেখ্য, এই মুহূর্তে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন সায়রা। ২০২৪-এ দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন এ.আর. রহমন ও সায়রা।

প্রসঙ্গত, রহমানের নামে কেচ্ছা রটতেই সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন স্ত্রী লিখেছিলেন, 'সকল ইউটিউবার ও সংবাদমাধ্যমের কর্মীদের অনুরোধ করছি, রহমানের নামে কোনও খারাপ কথা বলবেন না। ওঁর কোনও দোষ নেই। ওঁর মতো মানুষ হয় না। আমার দেখা সেরা মানুষ।' বিচ্ছেদের পরও সম্পর্কের যে তিক্ততা তৈরি হয়নি তা প্রাক্তন দম্পতির একে অপরের প্রতি ব্যবহারেই স্পষ্ট। 
 

bollywood movie Bollywood News Bollywood Song Saira Banu AR Rahman