AR Rahman-Saira Banu: 'প্রাক্তন স্ত্রী সম্বোধন করবেন না', রহমান অসুস্থ হতেই সায়রার সঙ্গে জোড়া লাগছে ভাঙা সম্পর্ক?

Saira Banu On AR Rahman Health: লন্ডন থেকে ফেরার পরই অসুস্থ হয়ে পড়েন এ.আর.রহমান। তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। অস্কারজয়ী সুরকারের দ্রুত আরোগ্য কামনা করেছেন সায়রা বানো। কিন্তু, তাঁকে 'প্রাক্তন স্ত্রী' সম্বোধন করতে কেন বারণ করলেন?

Saira Banu On AR Rahman Health: লন্ডন থেকে ফেরার পরই অসুস্থ হয়ে পড়েন এ.আর.রহমান। তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। অস্কারজয়ী সুরকারের দ্রুত আরোগ্য কামনা করেছেন সায়রা বানো। কিন্তু, তাঁকে 'প্রাক্তন স্ত্রী' সম্বোধন করতে কেন বারণ করলেন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
rahman saira

রহমান অসুস্থ হতেই সায়রার সঙ্গে জোড়া লাগছে ভাঙা সম্পর্ক?

AR Rahman And Saira Banu: পবিত্র রমজান মাসে একদিকে রোজা পালন করছেন, অন্যদিকে শোয়ের করনে একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ট্রাভেল করেছেন। সেই কারনেই ডিহাইড্রেশন হয়ে যায় অস্কারজয়ী সুরকর এ.আর.রহমান। সঙ্গে ঘাড়ে অসহ্য যন্ত্রণা। রবিবাসরীয় সকালে মুম্বইয়ের একটি বেসরকরি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কয়েক ঘণ্টা পরই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। রহমানের ম্যানেজার জানিয়েছেন তিনি বাড়ি ফিরে এসেছেন। এখন সুস্থ আছেন। ভক্তদেরও দুঃশ্চিন্তা করতে বারণ করেছেন। এর মাঝেই রহমানের সুস্থতা কমনা করলেন স্ত্রী সায়রা বানু। তঁর অসুস্থতায় যেমন রহমান পাশে ছিলেন, এবার তিনি হাসপাতালে শুনেই আহ্লার কাছে প্রার্থনা করলেন সায়রা। সেই সঙ্গে আরও একটি বিষয়ে আলোকপাত করেছেন, তাঁকে যেন কেউ রহমানের প্রাক্তন স্ত্রী সম্বোধন না করেন। এখনও তাঁরা আইনত স্বামী-স্ত্রী।

Advertisment

রবিবার সকলে রহমানের অসুস্থতার খবর পেয়ে একটি ভিডিওবার্তা পোস্ট করেছেন। সেখানে সায়রা বলেছেন, 'আমি ওঁর দ্রুত আরোগ্য কামনা করছি। আমি ওঁর অসুস্থতার খবর পেয়েছি। শুনলাম বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অ্যাঞ্জিওগ্রাফিও করা হবে। আমি আহ্লার কাছে প্রার্থনা করব যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আশা করি সব ভাল হবে। তবে আমি একটা কথা বলতে চাই, এখনও আমাদের ডিভোর্স হয়নি। শুধু এক ছাদের নীচে থাকছি না। এখনও আমর স্বামী-স্ত্রী। গত দু'বছর আমার শরীরটা ভাল ছিল না। আমি চাই নি ওঁর উপর বাড়তি কোন চাপ আসুক। তাই আলাদা থাকছি। দয়া করে প্রাক্তন স্ত্রী সম্বোধন করবেন না।' 

আরও বলেন, 'আমরা আলাদা থাকলেও আমার মা-বাবা সবসময় ওঁর পাশে আছেন। এই মুহূর্তে ওঁর উপর কোনও চাপ সৃষ্টি করবেন না, শরীরের খেয়াল রাখুন। ধন্যবাদ, আহ্লাহ হাফিজ।' রহমানের মুখপাত্র রবিবার সকালে জানিয়েছেন, 'গতকালই লন্ডন থেকে ফিরেছেন। তখনই ওঁর শরীরটা খারাপ ছিল। গতকাল রাতেই চেক-আপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখনই চিকিৎসকরা জানিয়েছেন, ডিহাইড্রেশনের জন্যই অসুস্থবোধ করছেন। রমজানে উপোস করেই ডিহাইড্রেশন হয়ছে।' 

Bollywood Song Bollywood Couple bollywood movie Saira Banu Bollywood Celeb Home Bollywood News AR Rahman