Arbaaz Khan wife sshura Khan ইদ উপলক্ষে ফের এক ফ্রেমে খান পরিবার। সলমন খানের বোন অর্পিতা খান শর্মা বাড়িতে জমকালো পার্টির আয়োজন করেছিলেন। ইন্ডাস্ট্রির সেলেব থেকে পরিবারের সকলেই সেখানে হাজির ছিলেন। হ্যাপি ফ্যামিলির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ইদের শুভেচ্ছা জানিয়েছেন সোহেল খান। সকলের মাঝে নজর কেড়েছেন স্বস্ত্রীক আরবাজ। সেলেব পাপারাজ্জিদের জন্য একটি আলাদা জায়গার বন্দোবস্ত ছিল। যেখানে আমন্ত্রিত সকলে এসে দাঁড়ালে তাঁদের ছবি তুলবেন। প্রায় প্রত্যেকেই নির্দিষ্ট জায়গায় এসে দাঁড়িয়ে প্যাপেদের জন্য পোজ দিয়েছেন। কিন্তু, ক্যানেরা এড়িয়ে চলে যান আরবাজ ও তাঁর স্ত্রী সুরহা খান।
পরে এসে ছবি তোলার প্রতিশ্রুতি দিয়ে তড়িঘড়ি সুরহাকে নিয়ে চলে যান আরবাজ। এরপরই ইন্ডাস্ট্রির কানাঘুষো মা হতে চলেছেন আরবাজ ঘরণী। এই গুঞ্জনকে আরও অকটু উসকে দিয়েছে সুরহার ঢিলেঢালা পোশাক। সেলেব পাপারাজ্জিদের মতে, এই ধরনের পোশাক বেবি বাম্প আড়াল করতেই অভিনেত্রীরা পরেন। সুরহাও তাঁর গর্ভাবস্থা আড়ালে রাখতেই ওভারসাইজড পোশাক পরেছেন।
তারকা দম্পতি একসঙ্গে পোজ না দিলেও তাঁদের এন্ট্রির এক টুকরো মুহূর্ত ভিডিও আকারে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেলেব প্যাপেরা। এরপরই দ্বিতীয় বিয়ের পর দ্বিতীয়বার আরবাজের বাবা হওয়ার চর্চা আরও জোড়াল হয়েছে। এই বিষয়ে খানদান পরিবারের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইদের দিন আরবাজ পরেছিলেন কালো রঙের পাঠানি স্যুট আর সুরহার পরনে ছিল গোলাপি রঙের ঘাঘরা। ,স্টার স্টাডেড ইদ পার্টিতে এসেছিলেন রীতেশ দেশমুখ ও জেনেলিয়া, জ্যাকি শ্রফ, লুলিয়া ভান্তুর, জাহির ইকবালের সঙ্গে এসেছিলেন সোনাক্ষী, শাকিব সেলিম সহ আরও অনেকে।
চলতি বছরে খান পরিবারের কাছে ইদ ছিল স্পেশাল কারণ দুবছর পর বড় পর্দায় সিকন্দর নিয়ে গ্র্যান্ড কামব্যাক ভাইজানের। যদিও দর্শকের হল ফেরৎ সমীক্ষা আশানোরূপ নয়। তবুও ইদের দিন সলমনের গ্যালাক্সির বাইরে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। বুলেটপ্রুফ কাচের জানলার আড়াল থেকেই হাত নেড়ে অনুরাগীদের ইদের শুভেচ্ছা জানিয়েছেন সলমন।