Arbaaz Khan-Sshura Khan: রংমিলান্তি পোশাকে 'উড বি পেরেন্টস', সুরহা-র সাধের অনুষ্ঠানে হাজির আরবাজ-মালাইকার সন্তান আরহান

Sshura Khan Baby Shower: পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে ধুমধাম করে সুরহা খানের বেবি সাওয়ারের আয়োজন করেছিলেন আরবাজ খান। তাঁদের জীবনের এই বিশেষ দিনটিকে আরও একটু স্পেশাল করে তুলতে হাজির ছিলেন আরবাজ মালাইকা অরোরার সন্তান আরহান।

Sshura Khan Baby Shower: পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে ধুমধাম করে সুরহা খানের বেবি সাওয়ারের আয়োজন করেছিলেন আরবাজ খান। তাঁদের জীবনের এই বিশেষ দিনটিকে আরও একটু স্পেশাল করে তুলতে হাজির ছিলেন আরবাজ মালাইকা অরোরার সন্তান আরহান।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

সুরহার সাধের অনুষ্ঠান

Arbaaz Khan Sshura Khan Baby Shower Event: উৎসবের মরশুমে বাড়তি পাওনা আরবাজ খানের দ্বিতীয় স্ত্রী সুরহা খানের 'বেবি সাওয়ার'। দীর্ঘ টালবাহানার পর স্ত্রীর অন্তঃসত্ত্বার খবরে সিলমোহর দিয়েছিলেন অভিনেতা-প্রযোজক আরবাজ খান। তবে সাধের অনুষ্ঠানে কোনওরকম লুকোচুরি করেননি সেলেব দম্পতি। বরং সোশ্যাল মিডিয়ায় সেই বিশেষ মুহূর্তের ছবি-ভিডিও শেয়ার করেছেন। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে ধুমধাম করে সুরহা খানের বেবি সাওয়ারের আয়োজন করেছিলেন আরবাজ খান। তাঁদের জীবনের এই বিশেষ দিনটিকে আরও একটু স্পেশাল করে তুলতে হাজির ছিলেন প্রথম পক্ষের ছেলে অর্থাৎ আরবাজ মালাইকা অরোরার সন্তান আরহান। এছা়ড়াও সলমানের সঙ্গে সুরহা খানের সাধের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন লুলিয়া ভান্তুর। 

Advertisment

সোমবার মুম্বইয়ে অনুষ্ঠিত এই জমকালো সাধের অনুষ্ঠানে রংমিলান্তি হলুদ পোশাকে ধরা দেন হবু মা-বাবা অরবাজ খান ও সুরহা খান। অভিনেতার পরণে ছিল হলুদ শার্ট ও সাদা প্যান্ট। আর লম্বা হলুদ গাউনে সুরহা যেন একেবারে হলুদ পরী। খোলা চুল আর পশ্চিমী পোশাকে প্রেগন্যান্সি গ্লো যেন একেবারে ঠিকরে বেরচ্ছে।  ক্যামেরার সামনে হাসিমুখে কিছু ছবির জন্য পোজ দেন আরবাজ-সুরহা। সেলেব পাপারাজ্জিদের আবদার রক্ষা করেই অন্তঃসত্ত্বা স্ত্রীর হাত ধরে অনুষ্ঠানস্থলে নিয়ে যান আরবাজ। প্রসঙ্গত, কড়া নিরাপত্তার বলয়ে ঘিরে আরবাজ-সুরহার অনুষ্ঠানে পৌঁছান ভাইজান। লুলিয়া এই অনুষ্ঠানে এলেও সলমনের সঙ্গে আসেননি। গর্জিয়াস আউটফিটে লুলিয়া যেন আরও গ্ল্যামারাস। 

আরও পড়ুন ঈদের আগেই সুখবর, ২৫ বছরের ছোট সুরহার সন্তানের বাবা হচ্ছেন ৬০ ছুঁইছুঁই আরবাজ

Advertisment

আর কারা উপস্থিত ছিলেন? সোহেল খান ও তাঁর ছেলে, অর্পিতা খান, গওহর খান এবং আরও অনেকে। সোহেল তাঁর মা সালমা খানকে নিয়ে আসেন এবং পাপারাজ্জিদের অনুরোধে মজার ছলে পোজও দেন। টাইমস অফ ইন্ডিয়াকে আরবাজ দ্বিতীয়বার বাবা হওয়ার আনন্দ ভাগ করে নিয়ে বলেছিলেন, 'হ্যাঁ, আমি বাবা হচ্ছি। আমার পরিবারের প্রত্যেকে খুশি। সবাইকে সুখবর দেব। আমাদের জীবনের এটা অত্যন্ত খুশির একটা মুহূর্ত। আমরা একসঙ্গে এই বিশেষ মুহূর্তটা উদযাপন করছি। নতুন সদস্যকে আমাদের জীবনে স্বাগত জানানোর অপেক্ষা করছি। কয়েকদিনের মধ্যেই আমি দ্বিতীয়বার বাবা হব। নতুন করে পিতৃত্বের জার্নি শুরু হবে।'

আরও যোগ করেন,'একইসঙ্গে যেমন খুশি তেমনই নতুন দায়িত্বপালনেরও সময়।' সন্তান তাঁর কাছে ফার্স্ট প্রায়োরিটি। সেই বিষয়টি স্পষ্ট করে আরবাজ বলেছেন, 'আমাদের সন্তানকে সবসময় যত্নে রাখব, ওর উপর নজর রাখব। ভালবাসা, আদর সবটুকু দিতে চাই। সন্তানকে ভালভাবে মানুষ করতে যা প্রয়োজন সেই সবটুকু দেওয়ার চেষ্টা করব।' 

আরও পড়ুন ঈদের পরই সুখবর, বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে দ্বিতীয়বার বাবা হচ্ছেন ৫৭-এর সলমনের ভাই আরবাজ

Arbaaz Khan