Influencer Viral Story: পতিতাবৃত্তি ছেড়ে বেরতে দিতে হয়েছিল ২৫লক্ষ টাকা! নেটদুনিয়ায় ভাইরাল আসামের 'ইনফ্লুয়েন্সারের' গল্প...

আসামের এই বাসিন্দা, নিজের জীবনে যা যা সহ্য করেছেন, সেই নিয়ে গল্প লেখা হয়ে যাবে। সমাজ মাধ্যমে তাঁর প্রায় ১ মিলিয়ন ফলোয়ার। এবং একটি ইন্সটাগ্রাম রিল থেকেই তাঁর জনপ্রিয়তা বাড়তে থাকে।

আসামের এই বাসিন্দা, নিজের জীবনে যা যা সহ্য করেছেন, সেই নিয়ে গল্প লেখা হয়ে যাবে। সমাজ মাধ্যমে তাঁর প্রায় ১ মিলিয়ন ফলোয়ার। এবং একটি ইন্সটাগ্রাম রিল থেকেই তাঁর জনপ্রিয়তা বাড়তে থাকে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
arcita

সত্যিই কি তাঁর জীবনে এমন ঘটনা ঘটেছিল?

Assam Influncer Story: সমাজ মাধ্যমে এমন কিছু ঘটনা ঘটে, যে কারণে তারকারা সহজেই ভাইরাল হন। আবার খেয়াল করলে দেখা যাবে, কেউ কেউ নিজের কনটেন্টের মাধ্যমেই ফেমাস হন। সেরকমই আসামের এক ক্রিয়েটর অর্চিতা ফুকান, তিনি যে ধরণের কনটেন্ট পোস্ট করছেন তাঁরপর থেকে তাঁকে নিয়ে আলোচনা তুঙ্গে। এবং বর্তমানে একটি ছবি, আমেরিকার অ্যাডাল্ট স্টারের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন তিনি। এবং এই অর্চিতাকে নিয়ে নানা খবর রটেছে।

Advertisment

আসামের এই বাসিন্দা, নিজের জীবনে যা যা সহ্য করেছেন, সেই নিয়ে গল্প লেখা হয়ে যাবে। সমাজ মাধ্যমে তাঁর প্রায় ১ মিলিয়ন ফলোয়ার। এবং একটি ইন্সটাগ্রাম রিল থেকেই তাঁর জনপ্রিয়তা বাড়তে থাকে। বেশ বোল্ড কনটেন্ট তিনি পোস্ট করেন। এবং নিজেই নিজেকে সাহসী হিসেবেও বর্ণনা করেন। তবে, সেই  অ্যাডাল্ট স্টারের সঙ্গে মাঝেমধ্যেই ছবি শেয়ার করেন তিনি। এই থেকেই আরও লোকজনের নজরে এসেছেন। কিন্তু, তাঁর জীবন একেবারেই সহজ ছিল না।

Actress Tragic Updates: ন'মাস আগেই ফ্ল্যাটে মৃত্যু, এতদিনে উদ্ধার দেহ! অভিনেত্রীর অকাল প্রয়াণ ঘিরে রহস্য বাড়ছে...

Advertisment

অর্চিতা একবার জানিয়েছিলেন, নিজের জীবনের স্বাধীনতার খাতিরেই বড় মুল্য চোকাতে হয়েছিল তাকে। এমনকি, এই ব্যক্তি যা শুনিয়েছিলেন, তাতে গায়ে কাঁটা দেবে। এবং খেয়াল করলে দেখা যাবে তাঁকে এই কাজ করতে বাধ্য করা হয়েছিল।  ২০২৩ সালের জুলাই মাসে একটি হৃদয়গ্রাহী ইনস্টাগ্রাম পোস্টে, তিনি ভারতের বুকে, ছয় বছর ধরে পতিতাবৃত্তিতে বাধ্য হওয়ার কথা খুলে বলেছিলেন। তিনি প্রকাশ করেছিলেন যে তাকে স্বাধীনতার পথ "কিনতে" হয়েছিল, প্রায় ২৫লক্ষ টাকা দিতে হয়েছিল। তিনি বলেছিলেন, প্রায় ৬ বছর ধরে আটকে ছিলাম সেখানে। আমাকে আমার স্বাধীনতা কিনতে হয়েছিল। এরপর আমি এই খপ্পর থেকে মুক্তি পেয়েছিলাম।" 

সেদিনের যাত্রা স্মরণ করে তিনি বলেছিলেন,  "আজ, যখন আমি আমার বেদনাদায়ক অতীতের কথা ভাবি, গা শিউরে ওঠে। আমি একজন জীবিত মানুষ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি, যা প্রমাণ করে যে আশা, স্থিতিস্থাপকতা এবং মানবিক চেতনার শক্তি, সবচেয়ে অন্ধকার পরিস্থিতিকেও জয় করতে পারে।" 

Social Media Entertainment News Entertainment News Today