Advertisment
Presenting Partner
Desktop GIF

পর্দায় 'বঙ্গবন্ধু' শুভ, 'তুমি পারলে কী করে…?', অঝোরে কাঁদলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

হাসিনা কী বললেন শুভকে?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sheikh mujibur Rahman, Sheikh Hasina, chanchal chowdhury, arefin shuvo, mujib ekti jatir rupokar, বঙ্গবন্ধু, মুজিবুর রহমান, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

কী বললেন হাসিনা?

মুজিব একটি জাতির রূপকার, বাংলাদেশের অধিকর্তা কে নিয়ে নির্মিত এই ছবি। তিনি বঙ্গবন্ধু, তাঁর অবদান মারাত্মক। তাঁকে ধারণ করা কোনও অভিনেতার কাম্য না। কিন্তু, শুভর অভিনয় দেখে নিজের বাবাকে কতটা অনুভব করলেন প্রধানমন্ত্রী?

Advertisment

ছবির বিশেষ স্ক্রিনিং উপলক্ষে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পর্দায়, তাঁর বাবার চরিত্রে অভিনয় করছেন শুভ। এদিকে, চোখের জল বাঁধ মানছে না তাঁর। শুভর অভিনয় দেখে কী বলছেন তিনি? অভিনেতা জানালেন কী কথা হয়েছে তাঁর সঙ্গে হাসিনার?

শুভর পাশে বসেই তিনি দেখেছেন এই ছবি। অঝোরে কেঁদেছেন। অভিনেতা বললেন, উনি আমায় জিজ্ঞেস করেছিলেন কী করে করলে তুমি? এত ভাল ভাবে আমার বাবাকে কী ভাবে পর্দায় তুলে ধরলে? একথা শুনেই আপ্লুত অভিনেতা। জীবনে যেন সবটা পেয়ে গিয়েছেন তিনি। শুধু তাই নয়, এরপর যদি মরেও যান তিনি তবে আর কোনও খেদ নেই তাঁর।

শেখ মুজিবুর তাঁর স্বপ্নের চরিত্র। এই ছবিতে প্রায় ১২৫ জন অভিনেতা কাজ করেছেন। শুধু তাই নয়, তারা প্রত্যেকেই নিজের চরিত্রে যথেষ্ট দেওয়ার চেষ্টা করেছেন। অভিনেতা শুভ বলেন, "আমি পেরেছি কি পারিনি জানি না। তবে যার বাবার চরিত্রে অভিনয় করেছি তাঁর নজরে আমি উত্তীর্ণ।"

উল্লেখ্য, এই ছবির শুটিং শুরু হয়েছিল প্রায় বছর তিনেক আগে। শেষ তিন বছরে অনেক কিছু বদলেছে। নিজেকে বারবার ভেঙে গড়ে দিয়েছেন এই অভিনেতা। শ্যাম বেনেগালের এই ছবি বেশ মন কেড়েছে দর্শকদের। যদিও, ভারত বাংলাদেশ জুড়ে বেশ বিতর্ক! কেউ কেউ এমন দাবি করেছিলেন, কী দরকার ছিল ভারতীয় পরিচালককে দিয়ে ছবি বানানোর।

tollywood Entertainment News
Advertisment