Advertisment

Arifin Shuvo: বুক ফাটছে তো মুখ না, কাছের মানুষকে হারিয়ে নির্বাক পর্দার 'বঙ্গবন্ধু' আরিফিন শুভ, আক্ষেপ চঞ্চলের..

Arifin Shuvo Bangladesh: শেষ কুশলটা জানা হল না... আরিফিনের দুর্দিনে থাকা হল না চঞ্চলের, শোক পালন অপূর্বর

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Arifin shuvoo mother death Bangladesh actor Dhaka news

Arifin Shuvoo: শোকে পাথর শুভ-ছবিঃ ইনস্টা

অঘটন ঘটে গেল বাংলাদেশ এবং এপার বাংলা খ্যাত অভিনেতা আরেফিন শুভর জীবনে। অভিনেতা হারালেন কাছের মানুষকে। কিছুদিন আগেই তাঁর শান্তির আস্তানায় গিয়েছিলেন। আর কাল রাতেই এক দুঃসংবাদ।

Advertisment

আরেফিন শুভ, তিনি পরিচিত দুই বাংলাতেই। কিছুদিন আগেই 'মুজিব' সিনেমার জন্য এসেছিলেন ভারতে। প্রচার করেছিলেন, জীবনের অন্যতম সেরা ছবির। তবে, এবার..মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেতা। মায়ের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল নিদারুণ। তাঁকে নিয়ে ঘুরতে যাওয়া থেকে একসঙ্গে খাওয়া এবং সময় কাটানো, সবটাই করতেন।

কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। ২১ তারিখ থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শুভ সোশ্যাল মিডিয়ায় লিখলেন.. "আমার মা আল্লাহর কাছে চলে গেছেন। ২১ জানুয়ারি দুপুরে মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে মা জীবনের শেষ যুদ্ধটা করেছেন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে সেটা শেষ হয়েছে ২৪ জানুয়ারি রাত ১১টা ৫৫ মিনিটে।”

আরও পড়ুন - Singer Snigdhajit: ‘হিন্দুদের মাঝখানে ‘মদিনায় যাব’ গান কেন?’ গ্যাড়াকলে স্নিগ্ধজিৎ, স্টেজ থেকে নেমে গেলেন শিল্পী..!

মাকে নিয়ে নানা জায়গায় যেতেন তিনি। একলা একেবারেই ছাড়তেন না। গতবছরের জন্মদিন পালন করেছিলেন তাঁর সঙ্গে। শুভর এই কঠিন সময়ে পাশে দাঁড়ালেন আরেক অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। শোক জ্ঞাপন করেছেন অভিনেতা। অন্যদিকে, চঞ্চল চৌধুরীর কলমে ধরা পড়ল বাবা মা হারানোর যন্ত্রণা। লিখলেন, খালা আম্মার আত্মার শান্তি কামনা করছি।

বাবা-মা হারানোর কষ্ট যে কোন সন্তানের জন্যই পৃথিবীর গভীরতম বেদনার অভিজ্ঞতা। বলতে গেলে শুভ’র শেষ আশ্রয় ছিল ওর মা। খুব কাছ থেকে জানা শুভ এবং খালা আম্মার কুশল জানাটা বেশ কিছু দিনের অভ্যাস হয়ে গিয়েছিল আমার। শেষ কুশল সংবাদটা আর জানা হলো না।

tollywood chanchal chowdhury Entertainment News
Advertisment