তাঁর শো দেখতে ভিড় জমান ভক্তরা। টিকিট কাটা নিয়েও শোরগোল থাকে তুঙ্গে। টিকিটের আকাশছোঁয়া দাম হোক, কিংবা বৃষ্টি - অরিজিতের কনসার্ট মানেই উত্তেজনা তুঙ্গে। ঝড় বৃষ্টি বাদল সামলে প্রিয় অরিজিতের গান শুনতে অপেক্ষা করে থাকেন অনেকেই।
Advertisment
অরিজিত সিং মানেই তিনি বাংলার গর্ব। একের পর এক কাঁপিয়ে দেওয়া কনসার্ট, কলকাতা - শিলিগুড়ি - দিল্লিতে অরিজিত ভক্তরা চরম উন্মাদনা দেখিয়েছেন। তাঁর অনুষ্ঠান মানেই, নিজের গান তো বটেই, তবে সঙ্গে নানা শিল্পীদের গান এবং ব্যান্ডের গান ও থাকে। কলকাতায় ফসিলস থেকে চন্দ্রবিন্দু সমস্ত ব্যান্ডকে তিনি গানে গানে ট্রিবিউট জানিয়েছিলেন। অভিজ্ঞ শিল্পীদের গান গাইতেও দেখা যায় তাঁকে। এবারও ভুল হল না তাঁর, তবে গান গাওয়ার আগেই ক্ষমা চাইলেন তিনি। কিন্তু কেন?
সোনু নিগম এর গান গাওয়ার আগেই সকলের কাছে ক্ষমা চেয়ে নিলেন। তখন তিনি গাওয়ার চেষ্টা করছেন বিখ্যাত এক গান 'সাথিয়া'... সুর ধরার আগে বললেন, "আমায় ক্ষমা করে দেবেন। সোনু নিগমের গান। আমার গাওয়ার অকাদ নেই"। যদিও, অরিজিত গাইছেন বলে কথা। সুর যে পারফেক্ট হবে একথা বলাই যায়। তাই তো দর্শকরা তাঁর গান ধরার সঙ্গে সঙ্গে পূর্ন সমর্থন জানালেন।
এদিকে, এই ভিডিও নজরে আসতেই যেন আবেগতাড়িত সোনু নিগম। তিনিও অরিজিতকে ভালবাসা জানিয়ে বললেন, এটা তোমার মানবতাবোধ! তুমি এত ভাল মানুষ...আমার কোনও ক্রেডিট নেই। দুই গায়ককেই শ্রদ্ধা এবং ভালবাসা জানিয়েছেন অনুরাগীরা। তাঁদের কথায়, এটাই তো ভারত। ভাল লাগে ভীষণ।