'একটা গান', দিদির অনুরোধে অরিজিৎ গাইলেন, 'রং দে তু মোহে গেরুয়া'

গায়কের সাহসকে কুর্নিশ জানাচ্ছে নেটপাড়া

গায়কের সাহসকে কুর্নিশ জানাচ্ছে নেটপাড়া

author-image
IE Bangla Entertainment Desk
New Update
arijit singh, arijit at kiff, CM mamata banerjee

অরিজিৎ-কে নিয়ে শোরগোল তুঙ্গে

স্টেজে উঠতেই লজ্জা পাচ্ছিলেন তিনি। আদ্যোপান্ত বাংলি অরিজিৎ সিং এসেছিলেন গতকাল KIFF-র অনুষ্ঠানে। পাঞ্জাবি, গায়ে শাল সাদামাটা চেহারায় সবসময় ধরা দেন তিনি। অরিজিৎ এসেছেন আর গান হবে না? কিন্তু গান গেয়েও এক অদ্ভুত বিপাকে অরিজিৎ।

Advertisment

তাঁকে সম্মাননা দেওয়ার পরেই গান গাইতে শোনা যায়। মুখ্যমন্ত্রীর অনুরোধেই গান গেয়েছেন তিনি। দূর থেকে তখন তিনি ইশারা করছেন একটা গান গাওয়ার জন্য। এদিকে, টলিপাড়ার নায়িকাদের অনুরোধ বোঝেনা সে বোঝেনা গানটি গাইতে হবে। সেও গাইলেন। কিন্তু সামনে বসে খোদ শাহরুখ খান। যার জন্য অসংখ্য গান গেয়েছেন। তাই একটা গান না হলে চলে? ধরলেন 'রং দে তু মোহে গেরুয়া'।

তবে এখানেই সোশ্যাল মিডিয়ায় কোলাহলের শুরু। অরিজিৎ সিং তিনি গান গাইছেন তাও আবার গেরুয়া! যেখানে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসে রয়েছেন স্টেজে? হাসির ছলে অনেকেই কুর্নিশ জানাচ্ছেন অরিজিৎকে। গেরুয়া শিবিরের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক নিয়ে কিছুই অজানা নয়।

Advertisment

আরও পড়ুন < ‘গেরুয়া পরে ধর্ষণ করা যায়, সিনেমার পোশাকে যত দোষ’, ‘পাঠান’ বিতর্কে বিস্ফোরণ প্রকাশ রাজের >

এদিকে অরিজিৎ-এর অগুন্তি ভক্ত-সংখ্যা সকলেই দাবি করছেন এমন একজন মানুষকে রাজনৈতিক দলে না টানাই ভাল। আবার অনেকেই বলছেন, অরিজিৎ ভারতের গর্ব, বাংলার অহঙ্কার তাঁকে কোনও নির্দিষ্ট রঙে টানা ঠিক নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে KIFF-র মঞ্চে পৌঁছেছিলেন অরিজিৎ সিং।

স্টেজে উঠেই মুখ্যমন্ত্রীর দিকে তিনি এগিয়ে যান। নমস্কার জানান, কুশল বিনিময় করেন। ধন্যবাদ জানান তাঁকে। গান শুনে অরিজিৎ-কে উৎসাহ দেন শাহরুখ। তাঁকে নিয়ে এহেন টানাটানি একেবারেই পছন্দ করছেন না অরিজিৎ-অনুরাগীরা।

Mamata Banerjee Entertainment News Arijit Singh KIFF 2022