/indian-express-bangla/media/media_files/2025/02/11/fFmHAZvALt24EpO3mXPa.jpg)
ধুলো মেখে অরিজিৎ-এড শরিনের স্কুটার ভ্রমণ
Arijit Singh-Ed Sheeran Scooter Ride:অরিজিৎ সিং, যাকে দেখার জন্য যাঁর গান শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে তাঁর ভক্তরা। অরিজিৎ সিংয়ের কনসার্ট মানেই সেখানে জনজোয়ার। সাধারণ মানুষের সঙ্গে ভিড়ে সামিল হয়ে যান সেলিব্রিটিরাও। কলকাতার বুকে অরিজিৎ সিংয়ের কনসার্ট হলে তো কোনও কথাই নেই। টলিপাড়ার সিংহভাগ সেলেব ছুটে যান তাঁদের প্রিয় গায়কের গান শুনতে। সমধুর কণ্ঠস্বর যেমন সকলকে আকৃষ্ট করে তেমনই তাঁর সাদামাটা জীবনযাপনে মুগ্ধ আমজনতা। বড়মাপের সেলিব্রিটি হয়েও মুর্শিবাদের বাড়িতেই স্ত্রী-সন্তান নিয়ে ছাপোষা লাইফস্টাইল অরিজিৎ সিংয়ের। সেখানেই হাজির বিশ্ববিখ্যাত গায়ক এড শিরান।
Ed Sheeran comes to Arijit Singh's hometown, and Arijit drives him through the streets of Jiaganj pic.twitter.com/K4nqZvout1
— chittaranjan. (@i_CHITTARANJAN1) February 10, 2025
Mathematics Tour-এ ভারতে এসেছেন। বেঙ্গালুরুতে দুটি শো করে পৌঁছে গিয়েছিলেন গায়ক অরিজিৎ সিংয়ের শহরে। বিলাসবহুল গাড়ি ছেড়ে অরিজিৎ-এর স্কুটি চড়ে শহর ঘুরলেন এড শিরান। কোনওরকম নিরাপত্তারক্ষী ছাড়াই বিশ্ববিখ্যাত গায়ককে এভাবে ঘুরতে দেখে একেবারে থ এলাকাবাসী। সোশ্যাল মিডিয়ায় মুহবর্তে ভাইরাল অরিজিৎ-এড শিরানের স্কুটি রাইড। সঙ্গে অন্য স্কুটিতে ছিলেন তাঁদের বন্ধুরা।
জিয়াগঞ্জের ধুলোমাখা রাস্তা দিয়ে ফুলমোর থেকে ভাগীরথীর দিকে স্কুটি নিয়ে ঘুরতে যান দুজনে। প্রায় পাঁচ ঘণ্টা একসঙ্গে সময় কাটিয়েছেন দুই শিল্পী। শিবতলা ঘাটে এসে একটি প্রায় একঘণ্টা নৌকাবিগার করেন অরিজিৎ-এড শরিন। এলাকার DIG জানিয়েছেন, এড শরিন এসেছিলেন। কিন্তু, তাঁর জন্য কোনও নিরাপত্তার প্রয়োজন নেই সেটাও নিশ্চিত করেছিলেন বিশ্ববিখ্যাত এই গায়ক। আগামী ১২ ফেব্রুয়ারি শিলং এবং ১৫ ফেব্রুয়ারি দিল্লিতে শো করবেন এড শিরান।
প্রসঙ্গত, বেঙ্গালুরুর চার্চ স্ট্রিটে অঘোষিত পারফরম্যান্সের মাধ্যমে সকলকে চমকে দেন এড শরিন। পুলিশ মাঝপথে শো বন্ধ করে দিলে সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে যায়। শিল্পা রাও-কে সঙ্গে এনে আরও বড় সারপ্রাইজ দিয়েছিলেন এড শরিন। একসঙ্গে দুজনে Chuttamalle গেয়ে দিল খুশ করে দিয়েছেন ভক্তদের। ইতিমধ্যেই হায়দরাবাদ ও চেন্নাোইয়ে শো করে ফেলেছেন বিশ্ববিখ্যাত এই গায়ক। সেখানে অস্কারজয়ী সুরকারের সঙ্গে মঞ্চ ভাগ করেছেন এড শিরান।