scorecardresearch

‘বাংলা এখানে কেউ বোঝে না..’ বেঙ্গালুরুর শোয়ে গানের সুরেই ‘আক্ষেপ’ অরিজিতের

বেঙ্গালুরুর শোয়ে অরিজিৎ সিংয়ের কাণ্ড দেখে তাজ্জব শ্রোতা-দর্শকরা। দেখুন।

Arijit Singh, Arijit Singh concert, Arijit Singh Bengaluru concert, Bollywood news, Tollywood news
অরিজিৎ সিং

দক্ষিণী রাজ্য হলেও কাজের সুবাদে বেঙ্গালুরুতে এখন বাঙালিদের ভিড়ের কমতি নেই। আর নিজের জায়গার গায়ক যখন সেখানে শো করতে আসছেন, সেকথা শুনেই বিগলিত হয়ে হাজারে হাজের টিকিট বিকিয়েছে অরিজিৎ সিংয়ের শোয়ের। আসলে কাশ্মীর টু কন্যাকুমারী তাঁর ভক্তের সংখ্যা নেহাত কম নেই। চড়া দামের টিকিট বিক্রি দেখেই তা বেশ আন্দাজ করা যায়। এবার বেঙ্গালুরুতে শো করতে গিয়ে এক কাণ্ড ঘটালেন অরিজিৎ।

প্রসঙ্গত, দিনকয়েক আগেই কলকাতার কনসার্টে শ্রোতা-অনুরাগীদের সুরেলা কণ্ঠে পাগল করে দিয়েছেন। তারপর আহমেদাবাদ। এবার বেঙ্গালুরুতে শো করলেন অরিজিৎ সিং। বিগত কয়েক দিন ধরেই দেশজুড়ে একের পর এক কনসার্ট করে চলেছেন তিনি। সেখানেও উপচে পড়েছিল ভিড়। একের পর এক গান গাইছেন অরিজিৎ সিং। আর অডিটোরিয়াম জুড়ে হাততালির রোল। দর্শক-শ্রোতাদের উন্মাদনা। সেই শোয়ের মাঝেই অনুরাগীদের তরফে অনুরোধ এল- “একটা বাংলা গান হোক..।”

সেই আবদারে প্রথমটায় আমল দেননি অরিজিৎ সিং। তিনি তখন হাতে গিটার নিয়ে কবীর সিং সিনেমার জনপ্রিয় গান ‘তুঝসে কিতনা চাহনে লাগে হাম..’ গানে মত্ত। তবে ক্রমাগত বেঙ্গালুরুর শ্রোতারা বাংলা গানের আবদার রাখতে থাকেন। ভক্তের ডাকে আর সাড়া না দিয়ে উপায় কি! শেষমেশ ওই গানের সুরেই অরিজিৎ বলতে বাধ্য হন যে, “এখানে কেউ বাংলা বোঝা না।” গায়কের এমন সরস প্রতিক্রিয়া দেখে হতবাক শ্রোতারাও। সেই মুহূর্তের ভিডিও পোস্ট করে তাঁদের মন্তব্য, ‘একটাই তো মন, কতবার জিতবে?’

[আরও পড়ুন: ‘শাহরুখ-রানির অন্তরঙ্গ মুহূর্ত দেখাবে..?’ করণের সিদ্ধান্তে বিরাট চটেছিলেন যশরাজ কর্তা]

উল্লেখ্য, এই শোয়ে কর্ণাটকবাসীর মন জয় করতে কান্তারা সিনেমাপ বরাহরূপম গানটি গেয়েছেন অরিজিৎ। খুব শিগগিরি শিলিগুড়িতেও শো করতে যাচ্ছেন গায়ক। যা নিয়ে এখন থেকেই উন্মাদনায় ফুটছেন উত্তরবঙ্গবাসী।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Arijit singh bengaluru concert 2023 fan asked for bengali song