scorecardresearch

‘কিছুই তো শিখলাম না…’, রামপ্রসাদি গান ধরেই নিজেকে গালিগালাজ করার কথা বললেন অরিজিৎ!

‘মন রে কৃষিকাজ জানো না’…সুর ধরতেই অরিজিৎ বললেন…

arijit singh, arijit singh kolkata concert, arijit singh song, arijit singh mon re krishi kaj jano na, arijit singh controversy, arijit singh kolkata concert moments, arijit singh sings ramprasad songs, অরিজিত সিং, অরিজিতের কলকাতা কনসার্ট
অরিজিতের কলকাতা কনসার্ট

মাথায় গেরুয়া রঙের পাগড়ি, পরনের জামায় ভারতের তিরঙ্গা ব্যাচ – কলকাতায় শো করতে এসেই নানান বিষয়ে আবেগপ্রবণ অরিজিৎ সিং। সেখানেই গাইলেন মন রে কৃষিকাজ জানো না…গানের শুরুতে বললেন, মনে হচ্ছে নিজেকে গালি দিচ্ছি।

গতকাল, তিলোত্তমায় বসেছিল অরিজিৎ আসর। একের পর এক হিট সুপারহিট গান গেয়ে চলেছেন অরিজিৎ। তাঁর সঙ্গে নানান গল্পও করছেন। মানবজমিন ছবির এই গান দারুণ পছন্দ করেছিলেন তাঁর ভক্তরা। কিন্তু রামকুমার চট্টোপাধ্যায়ের পুত্র শ্রীকুমার চট্টোপাধ্যায় একেবারেই ভিন্ন মন্তব্য করেছিলেন। বলেছিলেন, অরিজিৎ ভাল গাইলেও তাঁর বাবার মত পারেন নি। তাতেও অরিজিৎ ফ্যানেদের টলানো যায়নি। তবে গতকাল এত মানুষের সামনেই এই গানের নেপথ্যের গল্প বললেন অরিজিৎ।

সামনে তখন অগণিত ভক্ত। এই গান গাইতেই নাকি মাত্র ১১ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন অরিজিৎ! সেই তথ্য সবার সামনে এনেছিলেন শ্রীজাত। এবার প্রায় গোটা কলকাতার সামনে তিনি সুর ধরলেন। মন রে কৃষিকাজ জানো না… তারপর রেশ ধরে রেখেই বললেন, “আমার এই গানটা গাইতে খুব অসুবিধে হয়েছিল। অনেকটা সময় নিয়েছিলাম। কিছুতেই গানটা গাইতে পারছিলাম না। কেন জানি না গানটার কথাগুলো শুনলে মনে হয় নিজেকে গালাগাল দিচ্ছি। বা মনে হয় রামপ্রসাদ বাবুই আমায় গালাগাল করছেন”। এখানেই শেষ নয়! হাজারো সাফল্যের পরেও নিজেকে আজও অকর্মণ্য মনে করে অরিজিৎ। বললেন…

“কিছুই তো শিখলাম না। সত্যিই তো! না শিখলাম কৃষিকাজ করতে, এই দেহের জীবনের জন্য কোনও কাজ কিছুই শিখলাম না”। উল্লেখ্য, এই গান রিলিজ করার পর থেকেই অরিজিতের প্রশংসা করেছিলেন অনেকেই। ভীষণ সাদামাটা জীবনের অধিকারী শিল্পীকে নিয়ে গর্ব করেছিল গোটা বাংলা।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Arijit singh concert kolkata during song mon re krishikaj singer said ramprasad babu cursed me surely