কলকাতার পর অরিজিতের শিলিগুড়ি কনসার্ট নিয়েও উত্তেজনা তুঙ্গে। অনেক কাঠখড় পুড়িয়েই এই কনসার্টের অনুমতি মিলেছে। ফলেই শিলিগুড়ির দর্শকরা মুখিয়ে রয়েছেন অরিজিতকে স্বাগত জানাতে। এবার উত্তরবঙ্গ কাঁপাতে চলেছেন শিল্পী।
অরিজিত উত্তরবঙ্গে অনুষ্ঠান করবেন শুনেই ভয়ঙ্কর শোরগোল। তবে, কলকাতার মতোই কিন্তু এখানেও বচসা কম হয়নি। শুরুতে ঠিক ছিল, এপ্রিলের ১ তারিখ হবে কনসার্ট। কিন্তু পরে সেই দিন পিছিয়ে ৪ তারিখ হয়ে যায়। অনুমতি না মেলার কারণেই পিছিয়েছে দিন। তবে, সূত্রের খবর এখন আর কোনও বাঁধা নেই। বরং প্রশাসন থেকে আয়োজকরা একসঙ্গে দল বেধে নেমে পড়েছেন এই কনসার্টকে সুষ্ঠভাবে সম্পন্ন করতে। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ৪ তারিখ সন্ধে ৬টা থেকে অরিজিত-উৎসব শুরু। এবারও কিন্তু স্টেডিয়াম নিয়ে কম আলোচনা হয় নি। কলকাতায় যেমন ইকো পার্ক থেকে অ্যাকোয়াটিকা - এই ঘটনায় জোরালো আলোচনা হয় তেমন এই ক্ষেত্রেও বিতর্ক পিছু ছাড়েনি।
যেহেতু অরিজিতের কনসার্ট, তাই টিকিট নিয়ে কথা হবে না এও আবার হয় নাকি? মেয়র গৌতম দেব সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ৪ তারিখ অনুষ্ঠান। আয়োজকদের সঙ্গে আলোচনা প্রায় শেষ। অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে, এবং যা দেখা যাচ্ছে বেশিরভাগ টিকিটই বিক্রি হয়ে গিয়েছে ইতিমধ্যে। টিকিটের দাম আকাশছোঁয়া শিলিগুড়িতেও। ২০০০ টাকা সর্বনিম্ন টিকিটের মূল্য। আর সর্বোচ্চ ৬০,০০০ টাকা। ব্রোঞ্জ, সিলভার, গোল্ড, ডায়মন্ড ও প্লাটিনাম - মোট ৫টি জোন রাখা হয়েছে।
আরও পড়ুন < কেলেঙ্কারি কাণ্ড! শাহরুখের মেকআপ রুমে ৮ ঘণ্টা লুকিয়ে, ধরল মুম্বই পুলিশ >
যদিও, দর্শকাসনের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা রয়েছে। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের গ্যালারি গুলি ভাঙাচোরা হওয়ার কারণে বেশ কিছু সংখ্যক আসন কমানো হয়েছে। আয়োজকদের তরফে জানানো হয়েছে, সবরকম সুবিধা মিলবে শিলিগুড়ি পুরসভার তরফে। বেসরকারি নিরাপত্তারক্ষী এবং বাউন্সার থাকবেন সামাল দিতে। এখন শুধুই ৬ তারিখের অপেক্ষা। কখন অনুষ্ঠান করতে উঠবেন অরিজিত আর মেতে উঠবে গোটা শহর।
উল্লেখ্য, কলকাতা কনসার্টে ইতিহাস সৃষ্টি করেছেন অরিজিৎ। বাংলা ব্যান্ডের প্রতি ট্রিবিউট হোক অথবা রূপমের সঙ্গে গান, দর্শকরা সাক্ষী ছিলেন এক অদ্ভুত সুন্দর সন্ধেয়। পরের দিন আবার, দর্শকদের কষ্টের কথা মাথায় রেখেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অরিজিৎ। সমস্ত রকম অসুবিধার জন্য ক্ষমা চেয়ে নেন। অরিজিতের সেই ম্যাজিক আবারও দেখা যেতে চলেছে।