scorecardresearch

‘এই গেরুয়া নিয়েই যত্ত বিতর্ক…’, সপাট ঘুরিয়ে কষালেন অরিজিৎ সিং

কলকাতায় আবারও গেরুয়া গাইলেন অরিজিৎ, বললেন…

arijit singh, arijit singh concert kolkata, arijit singh yesterday kolkata concert, arijit singh sang gerua, arijit concert, arijit singh sang gerua, arijit singh sang gerua at kiff
গেরুয়া গাইলেন অরিজিৎ

কলকাতা চলচ্চিত্র উৎসবে গেরুয়া গান গাওয়ার পর থেকেই সে এক বিরাট শোরগোল। সামনে বসে আছেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী, তাঁর সামনে নাকি গেরুয়া গেয়েছিলেন অরিজিৎ। কানাঘুষো শোনা গিয়েছিল, এই কারণেই নাকি বাংলায় শো বাতিলও হওয়ার কথা ছিল তাঁর। যদিও সেসব জল্পনা আজ অতীত। সমস্ত গুজবকে বুড়ো আঙুল দেখিয়ে গতকাল রাতে তিলোত্তমা কাঁপিয়ে ফেলেছেন অরিজিৎ। শুধু তাই নয়, আবারও যে গান তিনি গাইলেন….

সেদিন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে উপস্থিত ছিলেন শাহরুখ নিজেও। তাই তো, আগামাথা না ভেবেই রং দে তু মোহে গেরুয়া গেয়ে দিয়েছিলেন অরিজিৎ। তারপর থেকেই ভয়ঙ্কর বিতর্ক! কী ভেবে গাইলেন তিনি এই গান? যদিও গতকাল রাতে তিনি আবারও একবার প্রমাণ করলেন, শিল্পীর কাছে সৃষ্টির থেকে বড় আর কিছুই হয় না। নির্ভীক অরিজিৎ গতকাল আবারও গাইলেন রং দে তু মোহে গেরুয়া! তারপর?

আরও পড়ুন [ অরিজিতের শো মাতাতে মরিয়া রূপম, দর্শক আসন থেকে তড়িঘড়ি ছুটলেন স্টেজে! তারপর? ]

স্টেজে দাঁড়িয়ে তখন সমস্ত বিতর্ককে ঝট করে উড়িয়ে দিলেন অরিজিৎ। বললেন, “একটা গান নিয়ে খামোকা বিতর্ক সৃষ্টি হল। গেরুয়া তো সন্ন্যাসীদের রং। স্বামী বিবেকানন্দ পড়তেন গেরুয়া বসন। তিনি যদি সাদা পড়তেন তাহলে এই বিতর্ক হত”? যদিও অরিজিৎ এর ভক্তদের কোনওদিনই সেদিনের এই গান নিয়ে আপত্তি ছিল না। গানের আবার কোনও রং বর্ন হয় নাকি? গতকাল যেন আবেগে ভাসল গোটা তিলোত্তমা।

প্রসঙ্গত, এক ইতিহাসের সাক্ষী থেকেছে গোটা শহর। রূপম উপস্থিত ছিলেন এই শোয়ে। নিজের গান তাও আবার অরিজিৎ এর গলায়? শুনে আর থাকতে পারলেন না। সোজা ছুটে গেলেন স্টেজের সামনে! গলা মেলালেন শিল্পীর সঙ্গে। জমজমাট অনুষ্ঠান করে কাঁপিয়ে দিলেন অরিজিৎ!

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Arijit singh concert singer said nothing controversial with gerua song at kiff