মাতৃবিয়োগের শোকের মাঝেও থামেনি সাহায্যের হাত! মুর্শিদাবাদের মানুষের কাছে ত্রাতা হয়ে উঠলেন ভূমিপুত্র অরিজিৎ সিং। অতিমারীর এমন চরম প্রকোপে বিধ্বস্ত জনজীবন। কোথাও হাসপাতালে বেডের অভাব! তো আবার কোথাও বা অক্সিজেনের হাহাকার। তার মাঝেই নিঃশব্দে অতিমারী (Pandemic) মোকাবিলায় কাজ করে চলেছেন অরিজিৎ সিং (Arijit Singh)। এবার মুর্শিদাবাদ (Murshidabad) জেলা স্বাস্থ্য দপ্তরকে পাঁচটি হাই ফ্লো নেজাল অক্সিজেন থেরাপি মেশিন দান করলেন, যেগুলি কিনা পৌঁছে যাবে সরকারি হাসপাতালে।
সম্প্রতি মাকে হারিয়েছেন অরিজিৎ সিং। কোভিডমুক্ত হওয়ার পরও একাধিক সমস্যা দেখা দিয়েছিল তাঁর শরীরে। পরে ব্রেন স্ট্রোক হওয়ায় ভেন্টিলেশনে দেওয়া হয়, সেখান থেকে একমো সাপোর্ট। শরীরের একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে গিয়েছিল। হাজার চেষ্টা করেও সেখান থেকে আর মাকে ফেরাতে পারেননি। তবে মাকে হারানোর শোকে বর্তমানে মুহ্যমান হলেও অতিমারী পরিষেবার কর্তব্যে অবিচল অরিজিৎ। মুর্শিদাবাদের কোভিড রোগীদের যাতে অক্সিজেনের অভাবে ভুগতে না হয়, সেইজন্য বড় উদ্যোগ নিলেন।
জিয়াগঞ্জের 'ধৃতী ফাউন্ডেশন'-এর মাধ্যমে মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক প্রশান্ত বিশ্বাসের হাতে হাই ফ্লো নেজাল অক্সিজেন থেরাপি মেশিনগুলি তুলে দেন খ্যাতনামা গায়ক। যার জন্যে তাঁকে অসংখ্য ধন্যবাদ জানাতেও ভোলেননি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। জানা গিয়েছে, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অধীনে সরকারি হাসপাতালে করোনা চিকিৎসায় এই মেশিন ব্যবহার হবে। ভূমিপুত্র অরিজিৎ সিংয়ের এমন উদ্যোগে খুশি মুর্শিদাবাদবাসী।