scorecardresearch

ছেলের জন্মদিনে অভিনব আয়োজন, কচিকাঁচাদের পেট ভরে খাওয়ালেন অরিজিতের বাবা

অরিজিতের জন্মদিনে শুভেচ্ছা পৌঁছেছিল দেশের নানা প্রান্ত থেকে, তারই মাঝে এমন মহান কাজ তাঁর বাবার

arijit singh, arijit singh news, arijit singh bollywood, arijit singh tolly news, arijit singh update, arijit singh news update, অরিজিত সিং, অরিজিত সিং খবর, অরিজিত সিং নিউজ, অরিজিত সিং বাংলা গান, অরিজিত সিং নতুন গান, arijit singh new songs, indian express entertainment news, express entertainment news
অরিজিৎ এর পাড়া- ভ্রমণ

গতকালই গেছে সুরের জাদুকরের জন্মদিন, অরিজিত সিং এর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছার বার্তা সোশ্যাল মিডিয়া জুড়ে। শিল্পীর কাছেও পৌঁছে গিয়েছে সেসব মন ভাল করা শুভেচ্ছা। অভিনেতা সারাবছর নানান জনকল্যাণমূলক কাজ করলেও এদিন কিন্তু তাঁর বাবাও সঙ্গ দিলেন ছেলেকে।

অরিজিত এর জনপ্রিয়তা আকাশছোঁয়া। কিন্তু এতসবের পরেও শিল্পী নিজে এক্কেবারে আড়ম্বরহীন। আর পাঁচজন তারকার মত জীবন নয়, বরং সাদামাটা জীবনেই তুমি বিশ্বাসী। আজও জিয়াগঞ্জ এলাকার বাসিন্দা তিনি। স্কুটি নিয়ে চলতে পছন্দ করেন। তাঁকে নিয়ে বাড়াবাড়ি হোক, এসব মোটেই পছন্দ নয় তাঁর। সারা বিশ্ব ঘুরে তিনি শো করে বেড়ালেও দেশের মাটির চেয়ে আপন আর কিছুই নেই শিল্পীর কাছে। তাই তো, তাঁর জন্মদিন উপলক্ষে তাঁর বাবা সুরিন্দর সিং এদিন আয়োজন করেছিলেন এক অভিনব সেবার।

জিয়াগঞ্জে তাদের হোটেলের কথা অনেকেই জানেন। তাঁর থেকেও বড় কথা, এই হোটেলে পরিশ্রম করেই অরিজিতকে মানুষ করেছিলেন তিনি। সেই হোটেলেই এদিন, কচিকাঁচাদের অনেকের খাবারের আয়োজন করেছিলেন। প্রায় ৩০ এর ওপরের বেশি শিশুরা পেট ভরে খেয়েছেন এদিন। প্রতিবারের মত এবারও কিন্তু, তাঁর হোটেলের দরজা খোলা ছিল সকলের জন্য। অরিজিতের বাবা সুরিন্দর সিংয়ের কথায়, ব্যবসা তো প্রতিদিন করি। ছেলের জন্মদিনে মানুষের পাশে দাঁড়ানোর এক প্রয়াস মাত্র।

উল্লেখ্য, এই হোটেলে বেশ কম দামেই পাওয়া যায় খাবার। তবে, অরিজিতের প্ল্যানিং অনুযায়ী একেই এক ফাইভ স্টার হোটেল বানাতে চান তিনি।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Arijit singh father feed children and people on singers birthday