Advertisment

মাঝ রাস্তায় উত্যক্ত অরিজিৎ সিংকে! 'কত বয়স? বিরক্ত করছ কেন?' মেজাজ হারালেন শিল্পী…

স্পষ্ট বাংলায় তুখোড় শিক্ষা দিলেন অরিজিৎ

author-image
IE Bangla Entertainment Desk
New Update
arijit singh, arijit singh news, singer arijit singh, arijit singh live, arijit singh update, entertainment news, tollywood news, dev update, today news

Arijit News- স্বজন-বিয়োগ অরিজিতের- ছবি/সংগৃহীত

শিল্পী সাধারণ মানুষ হলেও, ধৈর্য্যর বাধ ভেঙে গেল এবার। নিজের এলাকায় ভীষণ সতস্ফুর্ত ভাবেই ঘুরে বেড়াতে দেখা যায় তাঁকে। কখনও স্কুটি আবার কখনো সাইকেল কিংবা পায়ে হেঁটে তিনি এদিক ওদিক ঘুরে বেড়ান। এবার, অনুরাগীদের কাণ্ডে রেগেই গেলেন তিনি। কেন? গাড়িতে বসে ছিলেন, তারপর..?

Advertisment

তাঁকে দেখতে পেয়ে ক্রমাগতই বাইকের হর্ন মারতে থাকেন সেই অনুরাগী। উদ্দেশ্য একটাই তাঁকে থামিয়ে একটা ছবি তোলা। কিন্তু লাগাতার হর্ন বাজানোর চক্করে জেরবার এলাকার লোকজন। কাদের অসুবিধা করছ তুমি? সোজা প্রশ্ন করলেন অরিজিৎ। মানুষের অসুবিধা হচ্ছে হর্ন বাজানোর চোটে। স্পষ্ট বাংলার অরিজিৎ বললেন...

" আগে শোনো একটা কথা, কতবার হর্ন বাজালে তুমি? কেন এতবার কাজটা করছ? কত বয়স তোমার? তখনই সেই অনুরাগী বলে ওঠেন, ২২ বছর। এরপর অরিজিৎ আরও বলেন.. প্রাপ্তবয়স্ক তো? তাহলে এতবার হর্ন বাজিয়ে মানুষকে বিরক্ত করতে ইচ্ছে করে? কী দাবি? আমায় বিরক্ত করছ না অন্যদের? উদ্দেশ্য কী? আমায় থামিয়ে একটা ছবি তোলা এটাই তো? নাও, তোলো! আমার সঙ্গে দেখা করার ইচ্ছে, তার সঙ্গে মানুষের অসুবিধা করে কী লাভ?"

আরও পড়ুন - ‘নেতাদের দোষ দিয়ে কী লাভ? শিক্ষাই তো…’, ‘বাঘা যতীন’ দেব শোনালেন বদলের বাণী

রেগে আগুন হয়ে গেলেও নিজেকে সামলে নিলেন তিনি। শুধু তাই নয়, শান্ত ভাবেই সবটা সামাল দিলেন। ভীষণ শান্ত মানুষটিও যেন বিরক্ত সেই অনুরাগীরা কাণ্ডে। এর আগে এক দুবার তাঁকে রাগতে দেখা গিয়েছে। কিন্তু সেখানেও মার্জিত ভাবেই কথা বলেছেন তিনি।

প্রসঙ্গত, গতকাল থেকেই অরিজিৎ বেশ চর্চায়। বাবর আজম আউট হওয়ার পর তিনি যেভাবে রুমাল উড়িয়েছেন তাতে অনেকেই তাঁর উচ্ছাসের সীমা বুঝে গিয়েছেন। আবার নিজে দায়িত্বে বিরাট ঘরণী অনুষ্কার ছবিও তুলেছেন তিনি। সেই ভিডিও ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে।

bollywood tollywood Entertainment News Arijit Singh
Advertisment