অরিজিৎ সিং এর দিল দরিয়া স্বভাবের তুলনা নেই। তাঁর স্বাভাবিক জীবনযাত্রা এবং সাদামাটা স্বভাব নজর কাড়ে সকলের। বলাই বাহুল্য, আকাশছোঁয়া সাফল্যের পরেও নিজের পা মাটিতে রেখেছেন তিনি। এবার, নিজের বাড়িতেও মানবিকতার পরিচয় দিলেন তিনি।
বাড়ির সামনের দরজায় রাখা জলের পাত্র, নকুলদানা! কিন্তু কেন? প্রচণ্ড গরমে পশু পাখিদের তেষ্টা মেটাতেই কি এই উদ্যোগ? সঙ্গীত দুনিয়ার সুপারস্টার হলেও, তিনি আজও জিয়াগঞ্জের মানুষই। সেখানেই থাকেন। তাঁর ছেলেমেয়েরা সেখানেই পড়াশোনা করেন। বাড়ির সমস্ত কাজ থেকে বাজার করা, আবার হাসপাতাল গঠনের সবকাজ নিজের দায়িত্বেই রাখেন।
আরও পড়ুন < ‘সত্য’ রুক্মিণীর নতুন অধ্যায়, ‘মহাভারতের’ গুরুত্বপূর্ণ চরিত্রে সামিল হলেন অভিনেত্রী >
তাঁকে রাস্তায় হোক অথবা বন্ধুর বিয়েতে যেখানেই দেখা যাক না কেন, ক্যামেরা এড়িয়ে চলতেই ভালবাসেন তিনি। আবার, দর্শকদের নজরেও পড়ে যান। কিন্তু, তাঁর বাড়ির সামনে জল নকুলদানা কেন? এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গায়কের প্রতিবেশীরা জানিয়েছেন, গোটা গরমটা তার বাড়ির সামনে জল এবং নকুলদানা রাখা থাকত। যাতে কোনও পিপাসুকে খালি মুখে ফেরত যেতে না হয়। মানুষের স্বার্থেই মনুস্ব্যত্ব দেখান অরিজিৎ এর পরিবার।
উল্লেখ্য, গানের জগতের সঙ্গে সঙ্গে হাসপাতাল বানানর কাজ অনেকটাই এগিয়েছে। জঙ্গিপুরে হাসপাতাল বানানোয় সাহায্যের কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, রকি এবং রানি ছবিতে তাঁর দুটি গান নিদারুণ পছন্দ হয়েছে অনুরাগীদের। আবার, তাঁর গান নিয়ে বিতর্কও হয়েছে প্রচুর।