Advertisment
Presenting Partner
Desktop GIF

'এও সম্ভব?…', হাতে বাজারের ব্যাগ, পাড়ার লোকের খোঁজ নিতে ব্যস্ত অরিজিৎ সিং!

'ওর পার্সোনাল জীবন...', অরিজিৎ-কে নিয়ে আতঙ্কিত অনুরাগীরা?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
arijit singh, arijit singh news, arijit singh bollywood, arijit singh tolly news, arijit singh update, arijit singh news update, অরিজিত সিং, অরিজিত সিং খবর, অরিজিত সিং নিউজ, অরিজিত সিং বাংলা গান, অরিজিত সিং নতুন গান, arijit singh new songs, indian express entertainment news, express entertainment news

বাংলাদেশে গান গাইবেন অরিজিৎ?

হাতে একটি থলে, চওড়া হাসি... নিজের এলাকা দিয়ে কোনও নিরাপত্তা ছাড়াই হেঁটে যাচ্ছেন অরিজিৎ সিং। এও সম্ভব? একজন অসাধারণ মানুষের কাছ থেকে বোধহয় এই সরলতা এবং সাধারণত্বই সম্ভব।

Advertisment

আজও জীয়াগঞ্জের বাসিন্দা অরিজিৎ। শহর কলকাতাতেও তাঁকে খুব একটা দেখা যায় না। মুম্বাই উড়ে যান, আবার কাজ শেষে ফিরে আসেন। তথাকথিত সাফল্য যাকে ছুঁয়েও মাথাচাড়া দিয়ে উঠতে পারে নি। নিজের এলাকায় খুব সাধারণভাবেই চলাফেরা করেন তিনি। এবারও ব্যতিক্রম নয়। তবে, একজন বিশ্ববরেণ্য গায়ক পাড়ার সবার খোঁজ নিতে নিতে যাচ্ছেন এও সম্ভব?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও। যাতে অরিজিৎ এর পরনে সবুজ একটি প্যান্ট, সাদা একটি জামা এবং হাতে একটি থলে। সামনে ধারে কাছে যারা ছিলেন, সকলকে জিজ্ঞেস করলেন তিনি... "ভাল আছো? সব ঠিকঠাক?" আর সেই মানুষগুলোও যেন অরিজিৎ এর বেশ আপন। সোনা বাবা করে ডেকে বললেন, "তুমি কেমন আছে? ছেলে পিলেরা?" স্কুটির চাবি খুলতে খুলতে তিনি বললেন, এই তো সব চলছে। অরিজিৎ কে দেখে যেন অবাক সোশ্যাল মিডিয়া।

তিনি যে অতীব সাধারণ, একথা সকলেই জানেন। পুরস্কারের মঞ্চেও তিনি হাওয়াই চটি পড়ে হাজির হয়েছিলেন। বেশি তামঝাম তাঁর পছন্দ নয়। তবে, তাঁর ভক্ত থেকে শ্রোতা সকলের একটাই রব, এমন একজন দেবতুল্য মানুষকে ছুঁতে পারলে ভাল হতো। আবার কেউ বলছেন, এই মানুষটিকে দেখলেও ভাল লাগে।

bollywood Arijit Singh Entertainment News
Advertisment