scorecardresearch

কনসার্টেই তুমুল গন্ডগোল, হাত ধরে হ্যাঁচকা টান ফ্যানের, গুরুতর আহত অরিজিৎ সিং

গুরুতর আহত অরিজিৎ সিং!

arijit singh, arijit singh injured, arijit singh concert, arijit singh new show, arijit singh live, arijit singh injured by fans, অরিজিত সিং, অরিজিত সিং এর কনসার্ট, arijit singh music, bollywood, bolly news
আহত অরিজিত

হ্যান্ডশেক করতে গিয়েই বিপদ, অরিজিৎ সিং আহত কনসার্ট করতে গিয়ে। শিল্পীর ভিডিও ভাইরাল হতেই শোরগোল। রেগে আগুন অরিজিৎ ভক্তরা।

ঔরঙাবাদে অনুষ্ঠান করতে গিয়েছিলেন অরিজিৎ। শুধু তাই নয়, শিল্পীর টানে সেখানেও পৌঁছেছিলেন অনেকেই। কিন্তু, ভক্তদের আচরণ মাঝে মাঝে যে শিল্পীদের ক্ষতির কারণ হয়, সেকথাও আবারও পরিষ্কার হল। অরিজিৎ এর হাত ধরে হ্যান্ডশেক করতে গিয়েই বিপদ ঘটালেন এক অনুরাগী। সামনে যখন অরিজিৎ, তখন ভক্তদের পাগলামি খুব স্বাভাবিক, তাই বলে এই?

অরিজিৎ আঘাত পেয়েও যেন যথেষ্ট ঠান্ডা ছিলেন। কিন্তু, তাঁর সঙ্গে কথা বলার প্রয়োজনও বোধ করেছিলেন বোধহয়। তাই তো, তাঁকে ডেকে নিয়ে বললেন, তুমি আমায় হাত ধরে টেনেছিলে। আমার হাতের অবস্থা দেখ, আমার হাত কাপছে, আমি নাড়াতে পারছি না হাত। তবে, অরিজিৎ একটুও রেগে গিয়ে কথা বললেন না। বরং তাঁকে বোঝানোর চেষ্টা করলেন। কিন্তু রেগে আগুন সেখানে উপস্থিত তাঁর ভক্তরা। হ্যাট কাঁপার চোটে গিটার ধরতে পারছেন না তিনি। অরিজিৎ জিজ্ঞেস করেন, বেরিয়ে যাই তবে? শিল্পীকে শান্ত থাকতে দেখে না বলে চিৎকার করে ওঠেন সকলে।

স্টেজেই পান ট্রিটমেন্ট, শিল্পীর সঙ্গে সঙ্গে চিকিৎসা করা হয়। তবে, এই ঘটনার পর একেবারেই শান্ত নেই অরিজিৎ ফ্যানরা। তাঁদের কথায়, একজন মানুষ যিনি শিল্পী, গাইতে যাচ্ছেন। তাঁর সঙ্গে এহেন আচরণ না করলেই নয়? আর পাঁচটা সাধারণ মানুষের মত তিনি নয়। ফলেই অরিজিৎকে নিয়ে তোলপাড় নেট দুনিয়া।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Arijit singh injured after fan pulled his hand