অরিজিত সিং রাস্তায় নামলেই, সব হয়ে গেল? অন্তত, তাঁর পুরোনো একটু ভিডিও দেখে এমনটাই দাবি করেছিলেন সকলে। অরিজিত রাস্তায় নামার কথা যে ভিডিওতে বলেছিলেন, সেটি অনেকবছরের পুরোনো। কিন্তু, অবশেষে তিনি লাইভে এসে সবটাই খোলসা করে দিলেন।
শিল্পী লাইভে এসে জানালেন, অনেক প্রশ্ন রয়েছে। যে প্রশ্নগুলো রয়েছে, সেগুলি সকলেই করছে। কিন্তু অরিজিৎ বললেন, সমাজ বদলানো বিরাট একটা ব্যাপার। অনেক ব্যবধান রয়েছে এসবের মধ্যে। পাশাপাশি তিনি মেয়েদের সঙ্গে হতে থাকা অন্যায়ের ওপর নজর রেখেই বললেন...
কী বললেন অরিজিৎ?
"মেয়েদের আলাদা করে সুরক্ষিত রাখতে হবে কেন? কীসের জন্য? এই বিষয়টা আসাই উচিত না। আলাদা করে মেয়েদের নিয়ে কথা বলাটা, আমার মনে হয়, মানুষ হিসেবে আমাদের এটাই ফেলিউর। আমরা ব্যর্থ। আমাদের এই বিষয়টা নর্মাল রাখা উচিত ছিল। কিন্তু আমরা সেটা পারিনি।" এখানেই শেষ না! ঘটনাটি কী মাত্রায় যন্ত্রণা দায়ক সেকথা বিবেচনা করেই শিল্পী বলেন...
"আমার না এত সাহস হয়নি যে বিষয়টা খুঁটিয়ে দেখব। আমার বন্ধুরা দেখেছে। বিষয়টা নিয়ে ভাবতে হচ্ছে। সারাদিন - সকাল ভাবতে হচ্ছে। আমার শুধু ভয় হচ্ছে, যে কেন জানিনা মনে হচ্ছে যে উত্তর একটা পাব না। আবার একটা ভুল উত্তর আমাদের শোনানো হবে। এটা ভাবনার। খবর আর কী দেখব। চারিদিকে কেমন যেন একটা পরিস্থিতি।" কিছুদিন আগেই তাঁর যে রাস্তায় নামার ভিডিও ভাইরাল হয়েছিল, সেই প্রসঙ্গে তিনি জানান...
"নামলেই তো হল না। সবাই নামছে। সবাই জড়ো হচ্ছে। ভিড় হচ্ছে। নেমে ভিড় করলাম। একটা হিতে বিপরীত হতে পারে। কেউ একটা সুযোগ নিতে পারে। আসলে আমি, তোমাদের মত স্বাধীন না। আমার হাত পা বাঁধা। আজ থেকে ১৫ বছর আগে হলে, আমার এত ভাবনার দরকার ছিল না। আমি রাস্তায় এত বেরিয়ে পারি না। দেখা গেল, আমি আন্দোলনকে নেতৃত্ব দিতে গেলাম, আর লোকে সেলফি তুলতে চাইল। কাজেই অসুবিধা থাকবেই।"
উল্লেখ্য, অরিজিৎ সোজা জানান, ডাক্তারদের জন্য শুধু কেন, বরং সকলের জন্য সতর্কতার ব্যবস্থা নেওয়া উচিত। তাঁর পাশাপাশি তিনি এই জানান, এটা সরকারের বিষয় না। জিনিসটা সকলকে ভাবাচ্ছে। তাই, কনসার্ন সকলের হওয়া উচিত।