Arijit Singh: এই না হলে অরিজিৎ সিং? বাবার জন্য ভরা স্টেজে যা করলেন গায়ক...

Arijit Singh News: তিনি শো করছেন সারা দেশ এবং বিদেশ জুড়ে। নানা জায়গায় তাঁকে ভিন্ন রকমের অবতারে দেখা যাচ্ছে। আর এবার তো ভরা শোয়ে, তিনি ফোন রিসিভ করে যা দেখাতে শুরু করলেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Arijit Singh UK Concert

Arijit Singh: কী কাণ্ড করলেন অরিজিৎ?

এই না হলে অরিজিৎ সিং? এমন গায়ক যেমন পাওয়া দুষ্কর, তেমনই এমন মানুষ পাওয়া আরও দুষ্কর। অরিজিৎ সিং শুধু যে মঞ্চ মাতাতে জানেন, এমনটা নয়। বরং, তিনি আরও যেটা ভাল পারেন, নিজের কাছের মানুষদের সকলের সামনে শ্রদ্ধা জানানোও। গায়ক, এবারও তাই করলেন...

Advertisment

শেষ কিছুদিনে অরিজিৎ সিং বেশ আলোচনায় ছিলেন। একে তো তাঁর জিয়াগঞ্জে অতিথি হয়ে গিয়েছিলেন পপ তারকা এড শিরন। সেখানে, তিনি রীতিমতো স্কুটি করে ঘুরে বেড়িয়েছেন। সেই সব ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিল ঝড়ের গতিতে। কীভাবে একজন এত বড় মাপের তারকা হয়েও, এড এবং অরিজিৎ বাইকে ঘুরে বেড়ালেন, সেই নিয়েও আলোচনা চলছিল। আর এবার, অরিজিৎ সিং যা করলেন...

তিনি শো করছেন সারা দেশ এবং বিদেশ জুড়ে। নানা জায়গায় তাঁকে ভিন্ন রকমের অবতারে দেখা যাচ্ছে। আর এবার তো ভরা শোয়ে, তিনি ফোন রিসিভ করে যা দেখাতে শুরু করলেন। মাকে হারিয়েছেন তিনি। বহুবার কনসার্টের মাঝে মাকে নিয়ে চুপ হতে দেখা গিয়েছে। কখনও মায়ের ছবি নিয়ে আবেগে ভেসেছেন। আর এবার তো দেখা গেল বাবার জন্য এই বড় কাজ করতে।

Advertisment

ছেলে তখন স্টেজে গাইছেন, আর বাবা ফোন করেছেন। না, অরিজিৎ একবারের জন্যও বাবার ফোন ধরলেন না, বা বিষয়টাকে এড়িয়ে গেলেন এমনটা কিন্তু হল না। বরং নিজে তখন স্টেজে ফুলদমে গাইছেন, কিন্তু বাবার ফোন ধরলেন, ভিডিও কলে বাবাকে দেখালেন তাঁর সামনে কত মানুষ। কত জনতা তাঁকে দেখতে এসেছে, কত জনতা তাঁর গানে মুগ্ধ - আর তাঁর বাবা ফোনের ক্যামেরায় সেই দৃশ্য উপভোগ করলেন।

এমনকি শিল্পীকে এও বলতে শোনা গেল, আমার বাবা আছে ভিডিও কলে। একগাল হাসি শিল্পীর মুখে। তাঁর আচরণ দেখলেই বোঝা যাচ্ছে, বাবার ফোন পেয়ে দিব্যি খুশি তিনি। ব্যস্ততা ছেড়ে যেভাবে আনন্দ পেলেন এই ঘটনায়। দেখার মত ছিল সেই মুহূর্ত। এমনকি, কেউ কেউ তো এও বললেন, এমন মানুষ দেখা যায় না। আবার কেউ বললেন, ব্যস্ততা কিছুই না! যদি না মানুষ নিজে চায়।

Arijit Singh Arijit Singh Live Concert