Advertisment
Presenting Partner
Desktop GIF

Arijit Singh: 'কলকাতায় যান, এটা সঠিক জায়গা নয়...', অরিজিৎকে 'আর কবে' গাওয়ার অনুরোধ করতেই ধমক দিলেন শিল্পী!

Arijit Singh refuses to sing Aar kobe: নিজের সৃষ্টি করা গান গাইতে কেন না বললেন অরিজিৎ? তবে এই গান আলোড়ন সৃষ্টিকারী। কলকাতা থেকে মফস্বল সর্বত্র এই গানকে ব্যবহার করা হয়েছে আন্দোলনের স্বর হিসেবে।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
arijit singh on RG kar protest

Arijit Singh refuses to sing 'Aar kobe': নিজের সৃষ্টি করা গান গাইতে কেন না বললেন অরিজিৎ?

 
'এটা কোন গান নয়, এটা আমার হৃদয়...', বিদেশের বুকে অরিজিৎ সিং এর এই কথাটা যেন মিশে গিয়েছে। চারিদিকে যেন কেমন একটা ইকো হচ্ছে এই শব্দের। অরিজিৎ এর আগে, এড শিরনের সঙ্গে পারফর্ম করেই তাক লাগিয়েছিলেন। আর এবার নিজের নতুন সৃষ্টি নিয়েই যা বললেন...

Advertisment

বিদেশের মাটিতে অসুস্থতা কাটিয়েই, পারফর্ম করতে পৌঁছেছেন অরিজিৎ। একেক দিন একেকটা জায়গায় অনুষ্ঠান করছেন তিনি। আর সেখানেই তার কাছে অনুরোধ আসে 'আর কবে' গানটি গাওয়ার। এরপরে যেন একদম অন্য অরিজিৎকে সকলে চোখের সামনে দেখেন। গিটার হাতে শান্ত মাথায় তিনি যা বললেন, তা একেবারেই অস্বীকার করা যায় না।

শিল্পীর আর কবে, বিপ্লবের গান, বিদ্রোহের গান। জমায়েত থেকে মিছিল সর্বত্র অরিজিতের এই গানকে সঙ্গী করেই, আন্দোলনকারীরা পথে নেমেছিলেন। তাই যখন বিদেশের মাটিতে এই গানটি গাওয়ার অনুরোধ পান তিনি তখন অরিজিৎ বলেন...

কী বলছেন অরিজিৎ? 

"এটা কোন গান নয়। আমি আবারও বলছি এটা কোন গান নয়। একটা খুব ভয়ংকর কিছু শেষ হতে চলেছে। হতে দেওয়াই উচিত। প্রতিবাদটা হতে দেওয়াই উচিত। সব সময় সব জায়গায় সবকিছু সম্ভব নয়। নির্দিষ্ট পরিসরে সেটা হওয়াটাই কাম্য। সঠিক জায়গায় এবং সঠিক সময় সবটা হওয়া ভালো। এই জায়গাটা সেই জায়গা নয়। কারণ মানুষ আমাকে এখানে শুনতে এসেছেন আন্দোলন করতে বা প্রোটেস্ট করতে নয়।" 

শিল্পী এখানেই থামলেন না। তার পাশাপাশি তিনি এও বললেন, "মানুষ আমাকে এখানে শুনতে এসেছে এবং তাদেরকে গান শোনানোটা আমার পেশা।  এবং তুমি যার কথা বলছ, সেটা আমার হৃদয়, সেটা আমার কোন গান নয়। এইটা সঠিক সময় বা সঠিক জায়গা নয়। যদি মনে হয়ে থাকে তাহলে এখানে অনেক বাঙালি আছেন তাদেরকে বলছি, আপনারা কলকাতায় যান এবং সেখানে গিয়ে প্রতিবাদ করুন, আন্দোলন করুন। সেখানে রাস্তায় নেমে মানুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলুন।"

উল্লেখ্য, অরিজিৎ আর কবে তৈরি করার পর সবার প্রথম তাকে বিধেছিলেন কুনাল ঘোষ। তিনি এও বলেছিলেন, বাংলায় গান বানিয়েছেন খুবই ভালো কথা, কিন্তু একইভাবে হিন্দিতে গান বানাতে পারবেন তো? সেখানে ক্যারিয়ারের প্রশ্ন উঠে আসবে না তো। যদিও এই গান পরে মাইলস্টোন সৃষ্টি করে। সকলের মুখে মুখে, ছড়িয়ে পড়ে এই গান।

Arijit Singh Live Concert Arijit Singh
Advertisment