মানুষ দরকারে আর প্রয়োজনে কত কিছুই না করতে পারেন? তাঁর ঠিক এমনও উদাহরণ মিলল আজ সলমন খানের তরফে। নিজের ছবিকে হিট করতে অবশেষে সেই রাস্তাই তিনি অবলম্বন করলেন যা আগে ভাবাও যায় না।
Advertisment
তিনি ইন্ডাস্ট্রির ভাইজান। কানাঘুষো, শোনা যায় দায়িত্ব নিয়ে নাকি অনেকের কেরিয়ার শেষ করেছেন তিনি। তাঁকে অনেকেই সমীহ করে চলেন। এমনই এক ঘটনা ঘটেছিল বছর দশেক আগে। অরিজিৎ এর সঙ্গে একটি পুরস্কারের মঞ্চে অপ্রীতিকর ঘটনা ঘটে। তারপর থেকেই তিনি দায়িত্ব নিয়ে তাঁর সব ছবি থেকে শিল্পীকে বাদ দিয়েছেন। শোনা যায়, অরিজিৎ এর কেরিয়ার নষ্ট করতেও উঠে পড়ে লেগেছিলেন তিনি। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি।
বরং, অরিজিৎ ছাড়া এখন তাঁর ছবি রিলিজ হওয়া সম্ভব না। একের পর এক ছবিতে অরিজিৎ এর গান মানেই সুপার হিট। সেখানে এতগুলো বছরে ভাইজানের জন্য একটা গানও গাননি তিনি। কিছুদিন আগেই তাঁর বাড়ির বাইরে দেখা গিয়েছিল অরিজিৎকে। সেই থেকেই জল্পনার শুরু। টাইগার থ্রি ছবিতে গান গাইছেন অরিজিৎ, এমন আশাই করেছিলেন সকলে। এবার সলমন সেই ঘটনায় সিলমোহর দিলেন।
ক্যাটরিনার সঙ্গে আসতে চলেছে স্পাই থ্রিলার এই ছবি। সেখানেই প্রথম গান লেকে প্রভু কা নাম, রিলিজ করেছে। আর এই গান গেয়েছেন অরিজিৎ। সলমন, নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় লিখলেন, আমার জন্য এই প্রথম অরিজিৎ কোনও গান গাইছে। আসছে খুব শীঘ্রই। এই কাণ্ডের পর, অরিজিৎ এর নৈতিক জয় বলেই দাবি করছেন অনেকে।
যদিও, সলমন সেই ঘটনার পর প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন ভাইজানের কাছে। তাও, সেই বিবাদ - অশান্তি যেন আজই মিটল। ভাইজানের অনুরাগীরা অপেক্ষায় ছিলেন এদিনের। তাঁর জীবনে বেশ গুরুত্বপূর্ন সিনেমা, ফলে অরিজিৎকে রাখতেই হত।