"আমি ক্ষমা চাইছি…" বললেন অরিজিৎ সিং। সমস্ত শ্রোতা-দর্শকদের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিলেন গায়ক। এই তো গত শনিবার শিবরাত্রির দিন ধুন্ধুমার কনসার্ট করলেন কলকাতায়, তারপর আবার এমন কী হল যার জন্য ক্ষমাপ্রার্থী খোদ অরিজিৎ?
Advertisment
মুর্শিদাবাদের যে ছেলেটা গানের রিয়ালিটি শো থেকে পাঁচ নম্বরেই ছিটকে গিয়েছিল, সে ছেলেটি আজ বাংলা তথা গোটা দেশের গর্ব। বিদেশেও তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। মুম্বইয়ে কোটি টাকার বিলাসবহুল ফ্ল্যাট ছেড়ে জিয়াগঞ্জের ভিটে-মাটি আঁকড়ে পড়ে রয়েছেন। দেশের ১ নম্বর গায়ক হয়েও ছিটেফোঁটা অহংকার নেই। সেলেবসুবো ভাব তো দূরঅস্ত, বরং ছোট-বড় সকলকে শ্রদ্ধা জানান অরিজিৎ সিং। পাল্টা ভালবাসাও পান। সেদিনের কনসার্টেও বাংলার কাজলজয়ী ব্যান্ডগুলোর গান গেয়েছেন। রূপম ইসলামের সঙ্গে ডুয়েট গেয়ে শো মাতিয়েছেন।
মঞ্চে দাঁড়িয়ে অরিজিৎ যখন কণ্ঠ ছেড়েছেন, দর্শকস্থানে দাঁড়িয়ে চোখের জল ফেলেছেন ভক্তরা। শো শেষে পকেট ভর্তি আবেগ নিয়ে বাড়ি ফিরেছেন। আর এমন সফল কনসার্টের পরই কিনা শ্রোতা অনুরাগীদের কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ সিং। কেন? সেই কারণ জানলে হয়তো আপনারও চোখে জল আসতে বাধ্য। রাজার মতো সিংহাসনে বসেও ভক্তদের কষ্ট অনুভব করেছেন তিনি।
Advertisment
সমস্ত অনুরাগীদের কাছে ফেসবুকে ক্ষমা চেয়ে অরিজিৎ লিখলেন, "কলকাতা, আমি দুঃখিত যে আপনাদের গাড়িগুলো ১ কিলোমিটার দূরে রেখে অনুষ্ঠানস্থলে হেঁটে আসতে হয়েছে (আসলে টোটো-রিকশাগুলো ভিড় সামলাতে পারছিল না)। আমি দুঃখিত যে আপনাদের অস্বাস্থ্যকর পরিবেশ আর মশার কামড় সহ্য করতে হয়েছে। আমি দুঃখিত যে আয়োজকদের কোনও কোনও স্বেচ্ছাসেবক আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, যেন তাঁদের কর্তৃত্ব আছে! আমি দুঃখিত কারণ, অনেক মানুষ সঠিক সময়ে ভিতরে আসতে পারেননি, কারণ যাঁরা হ্যান্ডব্যান্ডের দায়িত্বে ছিলেন, তাঁরা ঠিকভাবে সাহায্য করেননি। আপনাদের নিজেদেরই সমাধান করতে হয়েছে। তবুও আপনারা যেভাবে আমার প্রতি ভালবাসা উজার করে দিয়েছেন, তাতে আমি মুগ্ধ। চেষ্টা করব পরেরবার এর থেকে বেশি ভাল অভিজ্ঞতা উপহার দেওয়ার। আনার হৃদয়জোড়া ভালবাসা..।"