'রাতের পর রাত গলা দুমড়ে মুচড়ে...', বলিউডের জন্য কম পাঁপড় বেলেন নি অরিজিৎ!

'যেভাবে আমি সোনু নিগম হগতে চাইতাম...' নিজেকে কীভাবে তৈরি করেন তিনি? বললেন...

'যেভাবে আমি সোনু নিগম হগতে চাইতাম...' নিজেকে কীভাবে তৈরি করেন তিনি? বললেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Arijit Singh birthday, singer's reaction on SRK and Kishore Kumar bollywood entertainment news

অরিজিৎ সিং

তিনি সারা দেশের মানুষকে কাঁদাতে পারেন, বহুবার প্রেমের স্ট্রিং বাজিয়ে দিতে পারেন, কারণ তিনি অরিজিৎ সিং। শিল্পী একদম সাদামাটা জীবন যাপনে বিশ্বাসী। তবে, এবার নিজেকে নিয়ে অনেক কিছু খোলসা করলেন।

Advertisment

শেষ পাঁচ ছয় বছর ধরে, এই দেশের সকল উঠতি গায়ক অরিজিৎ সিং হতে চান! শিল্পীর কাছে এই ঘটনা মোটেই অজানা নয়। সাক্ষাৎকার দিতে গিয়ে শিল্পী বলেন, যেভাবে আমরা সোনু নিগম হতে চাইতাম, এটা সকলের কাছেই খুব স্বাভাবিক। কিন্তু, এখানেই শেষ না। ইন্ডাস্ট্রির সকল তারকার লিপস দিয়েছেন তাঁর গানে। বাদ পড়েননি খোদ সলমন খান।

নিজের গলাকে কীভাবে তৈরি করলেন সমস্ত গানের জন্য? একদিনে তো হয়নি। অরিজিৎ সেসব রাতের কথা আজও ভোলেননি। তাঁর গলায় গান শুনেই ভোর হয় একদলের। আবার কেউ কেউ, চোখ বোজেন তাঁর গান শুনে। কিন্তু, সেই গলা একদিন তৈরি হয়নি। শিল্পী বলেন, "এখানে গলার কোনও  বিষয় নেই। বরং সম্পূর্ণটাই গায়কীর। আমি গলা ভেঙে চুরে আজ নিজের গলায় আওয়াজ এরকম বানিয়েছি। শুধু অনেক রাত অবধি রেওয়াজ করো, ব্যাস! ঘুমিয়ে পরো। তারপর, সকালে উঠে দেখলাম, গলার ব্যারিয়ার একদম খুলে গেল। নইলে শাহরুখের গলার সঙ্গে আমার আওয়াজ যায়?"

Advertisment

একদম, সাদামাটা জীবনের অধিকারী তিনি। নিজের এলাকায় তিনি ঘুরে বেরান একদম সাধারণ ভাবে। শুধু তাই নয়, এলাকায় মানুষদের জিজ্ঞেস করেন তারা কেমন আছেন। বাজার করেন, ছেলেমেয়েদের ঘুরতে নিয়ে যান।

উল্লেখ্য, সম্প্রতি শাহরুখের ডানকী ছবিতে তাঁর গাওয়া দুই গান বেশ জনপ্রিয়তা পেয়েছে। মানুষের বেশ পছন্দ হয়েছে সেই দুই গান।

bollywood Entertainment News Arijit Singh Live Concert