করতালি - কলরব... চেনা কণ্ঠের সুরে তাল মেলাচ্ছেন, গলা মেলাচ্ছেন আন্দোলনকারীরা। কিছুদিন আগেই নিজের মতো করে প্রতিবাদ করেছিলেন অরিজিৎ সিং। গান বেঁধেছিলেন, সেই গানের নাম আর কবে? বাংলার ছেলে, যিনি বিশ্ববিখ্যাত শিল্পী, তিনি তাঁর রাজ্যের এহেন কঠিন পরিস্থিতিতে প্রতিবাদ করবেন এটাই তো স্বাভাবিক।
কিন্তু এরপরই তাঁকে কটাক্ষের শিকার হতে হয়। তৃণমূল নেতা কুণাল ঘোষ তাঁকে কটাক্ষ করে বলেছিলেন, "অরিজিৎ সিং অপূর্ব গায়ক। ছেলেটিও ভালো। তিলোত্তমার ন্যায়বিচার চেয়ে গানটি যথাযথ, সমর্থন করি। কিন্তু সমস্যা হল বিবেক জাগে শুধু বাংলায়। মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না। বা সাক্ষী মালিকদের নিয়ে। কারণ ওটা মূল কর্মক্ষেত্র, হিন্দিজগত, কাজ, টাকা, কেরিয়ার, তাই চুপ?”
কিন্তু, আজ দেখা গেল একদম ভিন্ন চিত্র। অরিজিতকে তাঁর গান নিয়ে তুলোধোনা করা হলেও রাজ্যের আন্দোলনরত সকলে তাঁর সুরেই গলা মেলালেন। আন্দোলনকারীরা তখন ধর্মতলার সামনে। স্টেজের সামনেই বাজছে অরিজিতের গান। আর সেখানেই তখন জাস্টিস চাইছেন বাকিরা। অরিজিতের গানের লাইন শুনে তাঁর ভক্তরা করতালি দিচ্ছেন। কন্ঠ কবে শক্তি পাবে, চিত্ত কবে স্বাধীন হবে... অরিজিতের গানের ছন্দে তাল মিলিয়ে তারা আবার বুঝিয়ে দিলেন, যে শিল্পীর সঙ্গে আছেন তারা।
আজ, কলকাতা শহরে মহা মিছিলের আয়োজন করা হয়েছিল। সেখানে পায়ে পায়ে হেঁটেছেন টলিউডের অনেকেই। স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে সৃজিত মুখোপাধ্যায়, এমনকি সোহিনী সরকার, উশশী চক্রবর্তী, সুদীপ্তা এবং বিদীপ্তা এছাড়া আরও অনেকেই। তাঁরা স্লোগান দিয়েছেন, প্ল্যাকার্ড দেখিয়েছেন। নিজেদের বক্তব্য রেখেছেন। বারবার মেয়েদের সুরক্ষা নিয়ে দাবি করেছেন।
তবে, আজ সবথেকে একটা বিষয়েই অবাক করেছেন জনগণ। অরিজিত এর গানে সুর মিলিয়েছেন তাঁরা। ২৩ দিন পরেও কেন বিচার হল না? এমনি প্রশ্ন তাঁদের।