Top 5 Arijit Singh Romantic Songs: অরিজিৎ-এর কণ্ঠে রোম্যান্সের হাতছানি, এই গানগুলো শুনলে ঝড় ওঠে প্রেমিক হৃদয়ে

Arijit Singh Romantic Songs: রোম্যান্টিক গানের জন্য অনেকেই পছন্দ করেন অরিজিৎ সিং -এর গান। তাঁর কণ্ঠের জাদুতে প্রেম যেন বারবার জীবন্ত হয়ে ওঠে। উথালপাথাল হয়ে যায় প্রেমিক মন। প্রচণ্ড গরমেও অরিজিৎ-এর এই গানগুলো আপনার মনকে দেবে শীতল পরশ।

Arijit Singh Romantic Songs: রোম্যান্টিক গানের জন্য অনেকেই পছন্দ করেন অরিজিৎ সিং -এর গান। তাঁর কণ্ঠের জাদুতে প্রেম যেন বারবার জীবন্ত হয়ে ওঠে। উথালপাথাল হয়ে যায় প্রেমিক মন। প্রচণ্ড গরমেও অরিজিৎ-এর এই গানগুলো আপনার মনকে দেবে শীতল পরশ।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
প্রচণ্ড গরমেও অরিজিৎ-এর এই গানগুলো আপনার মনকে দেবে শীতল পরশ।

প্রচণ্ড গরমেও অরিজিৎ-এর এই গানগুলো আপনার মনকে দেবে শীতল পরশ

Best Romantic Song By Arijit Singh: জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ সিংয়ের বিশ্বজোড়া খ্যাতি। তাঁর কণ্ঠের জাদুতে মোহিত ১৩ থেকে ৮৩। দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও সমাদৃত অরিজিৎ-এর কণ্ঠস্বর। বিশ্ববিখ্যাত গায়ক এড শিরানের সঙ্গেও জুটি বাঁধছেন অরিজিৎ সিং। এত বড় মাপের শিল্পী হয়েও তাঁর অতি সাধারণ জীবনযাপনের জন্য সকলের নয়নের মণি অরিজিৎ সিং। তাঁর কণ্ঠে রোম্যান্টিক গান যেন প্রেমিকযুগলের প্রেমে আনে উষ্ণতার ছোঁয়া। অরিজিৎ সিং নামটাই যথেষ্ট। যার সঙ্গে জড়িয়ে রয়েছে শ্রোতাদের আবেগ। এক ক্লিকে দেখে নেওয়া যাক অরিজিৎ সিংয়ের কণ্ঠে কোন রোম্যান্টিক গানগুলো প্রখর তাপেও মনকে শীতল করে। কণ্ঠের রোম্যান্সের ছোঁয়া যেন প্রেমিক মনের উত্তেজনার পারদকে ক্রমশও ঊর্ধমুখী করে তোলে। 

Advertisment

অরিজিৎ সিং-এর গানের ভক্ত সংখ্যা অগণিত। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফ্যান ফলোয়ার্স নজরকাড়া। পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় পরবর্তী কনসার্ট বাতিল করে দিয়েছেন অরিজিৎ সিং। ভক্তদের কাছে তাই তিনি ক্ষমাপ্রার্থী। রোম্যান্টিক থেকে স্যাড সং-এ মঞ্চ কাঁপান গায়ক। শো বাতিল করার খুব স্বাভাবিকভাবেই মন খারাপ অরিজিৎ সিংয়ের অনুরাগীদের। তাই এক নজরে দেখে নেওয়া যাক তাঁর সুরেলা কণ্ঠের সেই আইকনিক রোম্যান্টিক গানগুলো যা বারবার শুনলেও যেন পুরনো হয় না। 

অ্যায় দিল হ্যায় মুশকিল

সিনেমার টাইটেল ট্র্যাকে মাত দিয়েছিলেন অরিজিৎ সিং। রণবীর কাপুর ঐশ্বর্য আর অনুষ্কা শর্মার সম্পর্কের সমীকরণগুলো যেন অরিজিৎ-এর গানে বারবার চোকের সামনে জীবন্ত হয়ে ওঠে। প্রেমের গানে অরিজিৎ-এর কণ্ঠের জাদুতে জাস্ট ফিদা শ্রোতারা। 

Advertisment

তুম হি হো

প্রেমের আদর্শ গান আশিকি ৩ ছবির তুম হি হো। আদিত্য রয় কাপুর আর শ্রদ্ধা কাপুরের অন স্ক্রিন রোম্যান্সকে আরও একটু তোল্লাই দিয়েছিল অরিজিৎ সিংয়ের কণ্ঠে গাওয়া তুম হি হো। বৃষ্টিভেজা দিনে হাতে হাত রেখে  প্রেমিকযুগলের প্রেমের মুহূর্ত উপভোগ করার জন্য এটি নিঃসন্দেহে আদর্শ প্রেমের গান। 

জালিমা

শাহরুখের লিপে গান গেয়েছেন অরিজিৎ সিং। রেইস ছবিতে পাক অভিনেত্রী মাহিরা খানের সঙ্গে কিং খানের মরুভূমিতে রোম্যান্সে অন্য মাত্রা এনে দিয়েছিল অরিজিৎ-এর কণ্ঠ।

ফির ভি তুমকো চাহুঙ্গা

হাফ গার্লফ্রেন্ড ছবির অন্যতম জনপ্রিয় গান ফির ভি তুমকো চাহুঙ্গা। অরিজিৎ-এর কণ্ঠের জাদুতে রোম্যান্টিক গানে অর্জুন কাপুর ও শ্রদ্ধা কাপুরের রোম্যান্স ঝড় তুলেছিল প্রেমিক হৃদয়ে। 

কভি জো বাদল বরসে

২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত জ্যাকপট ছবিটি বক্স অফিসে ডাহা ফেল। কিন্তু, এই ছবিতে অরিজিৎ-এর কণ্ঠে কভি জো বাদল বরসে গানে নায়ক-নায়িকার বৃষ্টিভেজা রোম্যান্সের চিত্রায়ন শিহরিত করেছিল দর্শককে। এত বছর পরও রোম্যান্টিক গানের শ্রোতাদের কাছে  এটি পছন্দের একটি গান। 

আরও পড়ুন: দ্য ফ্যামিলি ম্যান সিজন ৩ থেকে মির্জাপুর-পঞ্চায়েত ৪, যে সিরিজগুলোর জন্য আপনি উদগ্রীব হয়ে আছেন

bollywood movie Bollywood News Bollywood Song Arijit Singh Arijit Singh Live Concert